Advertisement
২৫ এপ্রিল ২০২৪

মন্ত্রী-এসপির সামনেই তারস্বরে বাজল ডিজে

মঞ্চে উপস্থিত মন্ত্রী, বিধায়ক থেকে শুরু করে খোদ জেলার পুলিশ সুপার৷ তাঁদের সামনে দিয়েই তারস্বরে ডিজে বাজিয়ে চলল বিসর্জনের শোভাযাত্রা৷

উদ্দাম: বিসর্জনের শোভাযাত্রায় বাজছে ডিজে-বক্স। রবিবার রাতে আলিপুরদুয়ারে। ছবি: নারায়ণ দে

উদ্দাম: বিসর্জনের শোভাযাত্রায় বাজছে ডিজে-বক্স। রবিবার রাতে আলিপুরদুয়ারে। ছবি: নারায়ণ দে

নিজস্ব সংবাদদাতা
আলিপুরদুয়ার শেষ আপডেট: ২২ অক্টোবর ২০১৮ ০৩:৩৭
Share: Save:

মঞ্চে উপস্থিত মন্ত্রী, বিধায়ক থেকে শুরু করে খোদ জেলার পুলিশ সুপার৷ তাঁদের সামনে দিয়েই তারস্বরে ডিজে বাজিয়ে চলল বিসর্জনের শোভাযাত্রা৷ রবিবার সন্ধ্যায় আলিপুরদুয়ারে এই ঘটনা নিয়েই ক্ষুব্ধ বিভিন্ন মহল৷ যদিও জেলার পুলিশ কর্তাদের দাবি, কারা কতটা জোরে ডিজে বাজাচ্ছে তা মাপা হচ্ছে৷ ষাট ডেসিবেলের ওপর কেউ ডিজে বাজালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে৷

এ বারই প্রথম এসজেডিএ বা শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের তরফে আলিপুরদুয়ারে বিসর্জনের শোভাযাত্রা উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷ যেজন্য শহরের প্রাণকেন্দ্র বক্সা-ফিডার রোডের পাশে মঞ্চ তৈরি করা হয়৷ সন্ধ্যা হতেই যেখানে উপস্থিত হন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, এসজেডিএ-র চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী, আলিপুরদুয়ার জেলার পুলিশ সুপার সুনীল যাদব সহ আরও অনেকে৷ শুক্রবার থেকে আলিপুরদুয়ারে প্রতিমা বিসর্জন শুরু হলেও ওইদিন কিংবা শনিবার খুব বেশি প্রতমার বিসর্জন হয়নি৷ শহর ও শহর লাগোয়া বড় পুজোগুলির বিসর্জন রবিবারই হয়৷ এই অবস্থায় এসজেডিএ-র উদ্যোগে বিসর্জনের শোভাযাত্রা উদযাপন অনুষ্ঠান কার্যত কার্নিভালের রূপ নেয়৷ অভিযোগ, প্রশাসনের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে একেবারে অনুষ্ঠান মঞ্চের সামনে দিয়ে যাওয়া বেশ কিছু বিসর্জনের শোভাযাত্রায় তারস্বরে ডিজে বাজতে থাকে৷ আরও অভিযোগ, কোনও কোনও শোভাযাত্রা আবার অনুষ্ঠান মঞ্চের একেবারে সামনে এসে ডিজের শব্দ কিছুটা কমিয়ে নেয়, কিন্তু মঞ্চ ছেড়ে সেই শোভাযাত্রা খানিকটা এগোতেই ফের শুরু হয় তারস্বরে শব্দ৷

পুজোর কিছুদিন আগেই শহর ও শহর লাগোয়া সমস্ত পুজোর উদ্যোক্তাদের নিয়ে ইন্ডোর স্টেডিয়ামে বৈঠক করেন আলিপুরদুয়ার জেলা প্রশাসন ও পুলিশের শীর্ষ কর্তারা৷ সেই বৈঠকেই প্রশাসন ও পুলিশের তরফে পুজোর উদ্যোক্তাদের পুজো বা বিসর্জনে ডিজে বাজানো নিয়ে সতর্ক করে দেওয়া হয়৷ ওই ঘটনার পরও রবিবার সন্ধ্যায় খোদ মন্ত্রী, বিধায়ক ও জেলা পুলিশের শীর্ষ কর্তাদের সামনে বিসর্জনের শোভাযাত্রায় ডিজে বাজায় ক্ষুব্ধ বিভিন্ন মহল৷

এ দিকে তাদের সামনেই ডিজে বাজানো নিয়ে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “এমন একটা দিনে একটু বেশি শব্দ হতেই পারে৷ তবে এটা মারাত্মক বলে আমার মনে হয়নি৷” এসজেডিএ-র চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী বলেন, “বিষয়টা প্রশাসন দেখবে৷” আর আলিপুরদুয়ারের পুলিশ সুপার সুনীল যাদব বলেন, “কারা কতটা জোরে ডিজে বাজাচ্ছেন সেটা মাপা হচ্ছে৷ কেউ ষাট ডেসিবেলের বেশি জোরে বাজালে সেই পুজো উদ্যোক্তাদের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা হবে৷ পুলিশও সেগুলি বন্ধ করে দিচ্ছে৷”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

DJ Box Minister SP Loud Immersion
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE