Advertisement
১৮ এপ্রিল ২০২৪
World Cup 2018

আর্জেন্টিনা নেই, ব্রাজিলেই তাই আলিপুরদুয়ারের অনেকে

বিশ্বকাপে আবেগের পারদ যত চড়ছে, সমর্থকদের মধ্যেও অস্থিরতা বাড়ছে। কেউ কেউ এখন ব্রাজিলের বিরুদ্ধে অন্য দলকে সমর্থন করছেন। কেউ আবার ব্রাজিলে নতুন করে মজেছেন।

আয়োজন: মিষ্টির দোকানে এসেছে বড় টিভি। নিজস্ব চিত্র

আয়োজন: মিষ্টির দোকানে এসেছে বড় টিভি। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
আলিপুরদুয়ার শেষ আপডেট: ০৪ জুলাই ২০১৮ ১০:০০
Share: Save:

আর্জেন্টিনা বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ায় সমর্থকদের অনেকেই এখন ব্রাজিলের হয়ে গলা ফাটাচ্ছেন! বিশ্বকাপে আবেগের পারদ যত চড়ছে, সমর্থকদের মধ্যেও অস্থিরতা বাড়ছে। কেউ কেউ এখন ব্রাজিলের বিরুদ্ধে অন্য দলকে সমর্থন করছেন। কেউ আবার ব্রাজিলে নতুন করে মজেছেন। ঝড় উঠছে সোশ্যাল মিডিয়াতেও।

আলিপুরদুয়ার শহরের বেলতলা মোড়ে এক মিষ্টির দোকানের মালিক জয়দেব ঘোষ আর্জেন্টিনার ভক্ত। মেসিকে নিয়ে তাঁর অনেক আশা ছিল। বিশ্বকাপ শুরু হতেই দোকানে বড় টিভি কিনে আনেন। কাজের ফাঁকেই খেলা দেখছেন তিনি। তিনি বললেন, ‘‘আর্জেন্টিনা হারায় কিছুটা হতাশ হয়েছি। তবে ব্রাজিল তো রয়েছে। নিজের দল না থাকায় ফুটবল দেখব না, তা তো হয় না!’’ প্রাক্তন ক্রিকেটার শেষাদ্রীভূষণ সাহা জানালেন, ১৯৮২ সালের বিশ্বকাপ থেকে ব্রাজিলের সমর্থক তিনি। তাঁর দাবি, পেলের খেলা দেখে ব্রাজিলের সমর্থক হয়েছেন। এ বার আর্জেন্টিনা বিদায় নেওয়ায় অনেকেই বড় দল হিসবে ব্রাজিলকে সমর্থন করছেন। আলিপুরদুয়ারের চিকিৎসক প্রলয় পণ্ডিত জানান, তিনি জার্মানির সমর্থক। তবে তারা লড়াইয়ে আর না থাকায় এখন ব্রাজিলের দিকে ঝুঁকেছেন।

সব আর্জেন্টিনার সমর্থক যে ব্রাজিলের হয়ে গলা ফাটাচ্ছেন তা নয়। আলিপুরদুয়ারের একটি বেসরকারী কলেজের কর্নধার সুমিত ভট্টাচার্য বলেন, “ফুটবলে প্রিয় রং নীল-সাদা।’’ তিনি জানান, আর্জেন্টিনা না থাকায় কোনওভাবেই ব্রাজিলকে সমর্থন নয়। তিনি আর্জেন্টিনার পরেই বেলজিয়ামের সমর্থক। তাঁর দাবি, বিশ্বকাপে এখন বেলজিয়ামই ‘কালো ঘোড়া’।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE