Advertisement
২০ এপ্রিল ২০২৪

এলাকা দখল নিয়ে লড়াই সাবেক ছিটে

এলাকায় কর্ত্ৃত্ব কায়েম নিয়ে তৃণমূল-বিজেপি সংঘর্ষে অগ্নিগর্ভ হয়ে উঠল কোচবিহারের সাবেক ছিটমহল পোয়াতুর কুঠি। শনিবার সকাল ৯টা থেকে দফায় দফায় সংঘর্ষে দু’পক্ষের ১২ জন জখম হন

নমিতেশ ঘোষ
কোচবিহার শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৬ ০১:০৬
Share: Save:

এলাকায় কর্ত্ৃত্ব কায়েম নিয়ে তৃণমূল-বিজেপি সংঘর্ষে অগ্নিগর্ভ হয়ে উঠল কোচবিহারের সাবেক ছিটমহল পোয়াতুর কুঠি। শনিবার সকাল ৯টা থেকে দফায় দফায় সংঘর্ষে দু’পক্ষের ১২ জন জখম হন। দুটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পাঁচটি বাড়ি ভাঙচুর করা হয়। শূন্যে সাত রাউন্ড গুলি ছোঁড়ার অভিযোগও উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। প্রথমদিকে কিছুক্ষন বিজেপি সমর্থকরা বাধা দেওয়ার চেষ্টা করলেও পরে তাঁদের অনেকেই এলাকা ছেড়ে পালিয়ে যান। পুলিশ গিয়ে গুলির পাঁচটি খোল উদ্ধার করলেও দুষ্কৃতীদের কাউকে গ্রেফতার করতে পারেনি।

দলীয় সূত্রের খবর, তৃণমূলের সঙ্গে দীপ্তিমান সেনগুপ্ত প্রভাবিত সাবেক ছিটমহলের বাসিন্দাদের বিরোধ গত বিধানসভা নির্বাচন থেকেই। ভোেট জিতলেও পোয়াতুর কুঠিতে তৃণমূলের দিনহাটার প্রার্থী উদয়ন গুহ হাতে গোনা ভোট পান। বিধানসভার পরে দীপ্তিমানবাবু তাঁর সমর্থকদের নিয়ে বিজেপিতে যোগ দেন। উদয়নবাবুও সাবেক ছিটে সংগঠনের কাজে নামেন। সম্প্রতি সেই বিরোধে ইন্ধন যোগায় সাবেক ছিটমহলে শুরু হওয়া উন্নয়নের কাজ। প্রশাসন সূত্রের খবর, শুক্রবার ওই এলাকায় পূর্ত দফতরের তরফে রাস্তা তৈরির কাজ শুরু হয়। বিজেপির সমর্থকরা সাবেক ছিটমহলের বাসিন্দারা ক্ষতিপূরণের দাবি করে রাস্তার কাজ বন্ধ করে দেন। তাতে আপত্তি করেন তৃণমূল সমর্থকরা। এ দিন সকালে তা নিয়েই তৃণমূল ও বিজেপির দুই সমর্থকের মধ্যে বচসা থেকে শুরু হয় গণ্ডগোল।

দিনহাটার বিধায়ক উদয়ন গুহ বলেন, “উন্নয়নের কাজে বাধা স্থানীয় বাসিন্দারাই মেনে নেননি। বাকি অভিযোগ ভিত্তিহীন।” বিজেপি নেতা দীপ্তিমান সেনগুপ্ত বলেন, “পরিকল্পিত ভাবে আমাদের কর্মীদের উপরে হামলা হয়েছে। এটাকে উন্নয়ন বলা যায় না।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

area possession
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE