Advertisement
২৪ এপ্রিল ২০২৪

ভর্ৎসনার পর ইস্তফা দিন গৌতম, মত অশোকের 

মেয়র অশোক ভট্টাচার্যের এই কথার প্রেক্ষিতে মন্ত্রী গৌতম দেব বলেন, ‘‘অশোকবাবু বরং পুর পরিষেবায় মননিবেশ করুন। অন্য দিকে তাঁকে মন দিতে হবে না।’’

নিজস্ব সংবাদদাতা 
শিলিগুড়ি শেষ আপডেট: ০১ জুন ২০১৮ ০১:৩৪
Share: Save:

পর্যটনমন্ত্রী গৌতম দেবকে যে ভাবে ভর্ৎসনা করা হয়েছে, তাতে তাঁর পদত্যাগ করা উচিত বলে মনে করেন শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য। বৃহস্পতিবার সাংবাদিকদের সামনে শিলিগুড়ি পুরসভার মেয়র অশোক ভট্টাচার্য জানান, বুধবার কালিম্পঙের সভায় মূখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে কাজের হিসেব নিতে গিয়ে সকলের সামনে ভর্ৎসনা করেন পর্যটনমন্ত্রী গৌতম দেবকে। এত জনের সামনে এক জন জনপ্রতিনিধিকে অপমান করা হয়েছে বলে তিনি মনে করেন।

মেয়র বলেন, ‘‘মুখ্যমন্ত্রী তাঁর প্রশাসনিক বৈঠকে শিলিগুড়ি পুর কমিশনার এবং মহকুমা পরিষদের এক আধিকারিককে ডাকা হলেও শিলিগুড়ির বিধায়ক তথা মেয়র এবং শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতিকে ডাকা হয়নি।’’

মেয়র অশোক ভট্টাচার্যের এই কথার প্রেক্ষিতে মন্ত্রী গৌতম দেব বলেন, ‘‘অশোকবাবু বরং পুর পরিষেবায় মননিবেশ করুন। অন্য দিকে তাঁকে মন দিতে হবে না।’’

মেয়র জানান, পাহাড়ের উন্নয়ন বোর্ডগুলি অর্থ ব্যয়ের হিসেব দিতে পারছে না। এই বোর্ডগুলি রাজনীতি করার জন্য তৈরি করা হয়েছে বলে তাঁর অভিযোগ। অবিলম্বে জিটিএ নির্বাচনের দাবিও জানান তিনি। মেয়রের অভিযোগ, ‘‘শিলিগুড়িকে বঞ্চিত করছেন মূখ্যমন্ত্রী। শিলিগুড়িকে বঞ্চিত করে পাহাড়ে যাঁদের টাকা দেওয়া হচ্ছে, তারা নির্বাচিত না হয়েই বোর্ড গঠন করেছেন। তাই তাঁরা টাকার হিসেব দিতে পারছেন না।’’

এর বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবি করে তিনি জানান, শিলিগুড়ি বিধানসভা এলাকার পঞ্চায়েত ভোটে এই টাকা ব্যয় করা হয়েছে। নির্বাচন চলাকালীন ভোটারদের বিভিন্ন ভাবে টাকা দেওয়া হয়েছে বলে তাঁর অভিযোগ। শিলিগুড়ির বিভিন্ন সমাস্যার কথা তুলে ধরে তিনি জানান, শিলিগুড়ি পুরসভার বিভিন্ন ওয়ার্ডে পানীয় জলের সমস্যা। উত্তরবঙ্গ উন্নয়ন বোর্ডের পক্ষ থেকেও পুর এলাকায় কোন অর্থ বরাদ্ধ হচ্ছে না। মুখ্যমন্ত্রীকে সমস্যগুলির কথা জানাতে চেয়েছেন মেয়র। কিন্তূ মুখ্যমন্ত্রীর কোনও আগ্রহ নেই বলে মেয়রের দাবি। গজলডোবায় উন্নয়ন কাজে এবং টাইগার হিলে কটেজ তৈরির কাজে ঢিলেমি নিয়ে পর্যটন মন্ত্রীকে ভর্ৎসনা করেন মুখ্যমন্ত্রী। এতেই চটেছেন শিলিগুড়ি পুরসভার মেয়র অশোক ভট্টাচার্য। এই ভর্ৎসনাকে তিনি অপমান বলে দাবি করেছেন। তিনি বলেন, ‘‘গৌতমবাবুকে যা বলা হয়েছে তা মেনে নেওয়া যায় না। আমি হলে ২৪ ঘন্টার মধ্যে পদত্যাগ করতাম।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mamata Banerjee Goutam Deb Dvelopment
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE