Advertisement
২৪ এপ্রিল ২০২৪

কন্যাশ্রীর টাকা দান ছাত্রীর

স্কুল কর্তৃপক্ষ তার টাকায় একটি জলসত্র তৈরি করেছে। যেখানে দাঁড়িয়ে ৩০ জন স্কুল ছাত্রছাত্রী জল খেতে পারবে। আজ মঙ্গলবার সেই জলসত্রও স্কুলে উদ্বোধন করার কথা

কৃতী: দেবলীনা। নিজস্ব চিত্র

কৃতী: দেবলীনা। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা 
মোথাবাড়ি শেষ আপডেট: ১৪ অগস্ট ২০১৮ ০৩:২০
Share: Save:

বিষয় কন্যাশ্রী। তা নিয়ে কবিতা লিখে গত বছর রাজ্যের স্কুল পড়ুয়াদের মধ্যে সেরার পুরস্কার ছিনিয়ে নিয়েছিল সে। গত বারের কন্যাশ্রী দিবসে কলকাতায় মুখ্যমন্ত্রীর হাত থেকে পুরস্কারও সে নিয়েছিল। কিন্তু পুরস্কারের অর্থ মূল্যের ২০ হাজার টাকা নিজের কাছে রাখেনি। বরং পুরোটাই নিজের স্কুল মোথাবাড়ি হাইস্কুলে দান করে দিয়েছিল দশম শ্রেণির ছাত্রী মোথাবাড়ির বাসিন্দা দেবলীনা ঘোষ। এ হেন দৃষ্টান্ত রাখায় এ বার তাঁকে কন্যাশ্রী দিবসের রাজ্যের অনুষ্ঠানে সম্মান জানাচ্ছে নারী ও শিশু বিকাশ এবং সমাজকল্যাণ দফতর। আজ মঙ্গলবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কৃতী কন্যাশ্রী হিসেবে তাকে সংবর্ধনা জানানোর কথা ছিল। কিন্তু অসুস্থ হয়ে পড়ায় দেবলীনা কলকাতা যেতে পারছে না।

স্কুল কর্তৃপক্ষ তার টাকায় একটি জলসত্র তৈরি করেছে। যেখানে দাঁড়িয়ে ৩০ জন স্কুল ছাত্রছাত্রী জল খেতে পারবে। আজ মঙ্গলবার সেই জলসত্রও স্কুলে উদ্বোধন করার কথা। দেবলীনা বলে, ‘‘অসুস্থতার কারণে মুখ্যমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিতে পারছি না। খুব খারাপ লাগছে। তবে মঙ্গলবার সুস্থ থাকলে স্কুলে যাব।’’ তার বাবা প্রাক্তন সেনাকর্মী শিশির ঘোষ ও মা পূর্ণিমাদেবী জানান, মেয়ে যে ২০ হাজার টাকার পুরস্কার মূল্য স্কুলকে দেবে তা তাঁরা বলিনি। দেবলীনাই সেই সিদ্ধান্ত নিয়েছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Money Kanyashree Donation School
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE