Advertisement
১৮ এপ্রিল ২০২৪

উদ্ধার আট কোটির সোনা

ডিআরআই সূত্রের খবর, ধৃতের কাছে ১ কেজি ওজনের ২৭টি সোনার বিস্কুট ও ১০ লক্ষ টাকা মিলেছে। উদ্ধার হওয়া সোনার মূল্য প্রায় ৮ কোটি ৬১ লক্ষ টাকা। অভিযুক্তকে আদালতে তুলে নিজেদের হেফাজতে নিয়েছে ডিআরআই।

উদ্ধার: বাজেয়াপ্ত সোনা।নিজস্ব চিত্র

উদ্ধার: বাজেয়াপ্ত সোনা।নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৮ ০৩:৪১
Share: Save:

চিনের নাথু-লা সীমান্ত থেকে কোটি টাকার সোনার বিস্কুট এনে পাচারের চেষ্টার সময়ে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা (ডিআরআই) শাখার অফিসারদের হাতে গ্রেফতার হল সিকিমের এক ব্যবসায়ী। শুক্রবার শিলিগুড়ির সেবক রোডের ঘটনা। ডিআরআই সূত্রের খবর, ধৃতের কাছে ১ কেজি ওজনের ২৭টি সোনার বিস্কুট ও ১০ লক্ষ টাকা মিলেছে। উদ্ধার হওয়া সোনার মূল্য প্রায় ৮ কোটি ৬১ লক্ষ টাকা। অভিযুক্তকে আদালতে তুলে নিজেদের হেফাজতে নিয়েছে ডিআরআই।

ডিআরআই সূত্রের খবর, ধৃত সোনাম তোপগে ভুটিয়া সিকিমের গ্যাংটকের বাসিন্দা। বেতের বিভিন্ন সামগ্রী চিনে রফতানি করেন তিনি। গ্রেফতারের সময়ে অভিযুক্ত নিজেকে সীমান্ত বাণিজ্যের একটি সংগঠনের সভাপতি বলেও পরিচয় দেন। সিকিমের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতের কাছে বহির্বাণিজ্য করার কেন্দ্রীয় সরকারের বিশেষ নথি মিলেছে। সেটি অনুসারে, বৃহস্পতিবার তিনি নাথু লা সীমান্ত দিয়ে চিনে যান এবং পরে সিকিম ফিরে আসেন।

কেন্দ্রীয় গোয়েন্দারা জানান, বৃহস্পতিবার সোনাগুলি সিকিমে রাখা হয়। এ দিন তা পাচারের জন্য শিলিগুড়ি আনা হচ্ছিল। খবর পেয়ে নজরদারি শুরু হয়। অভিযুক্ত জেরায় জানান, চিন থেকে সোনা আনার পরে শিলিগুড়ি অবধি পৌঁছে দেওয়াই তাঁর কাজ ছিল। দুই ব্যক্তি তাঁর থেকে সোনা নিয়ে যেতেন। সম্ভবত তা পরে কলকাতা বা দিল্লির দিকে চোরাপথে পাঠানো হত। কয়েক মাস আগে সেবক রোড থেকেই সিকিমের দু’জনকে সোনা-সহ গ্রেফতার করা হয়। তারাও নাথু লা দিয়ে সোনা এনেছিল।

চলতি বছর ডিআরআই পশ্চিমবঙ্গ ও উত্তর পূর্বাঞ্চল থেকে প্রায় ২৮২ কেজি সোনা উদ্ধার করল। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৮৫ কোটি টাকা। বাংলাদেশ, মায়ানমার, ভুটান ও চিন থেকে চোরাপথে সোনা আনা হয়েছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Gold DRI Smugling
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE