Advertisement
২০ এপ্রিল ২০২৪

প্রেমিক যুগলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

চা বাগান থেকে প্রেমিক যুগলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হল। রবিবার সকালে মালবাজার থানার বড়দিঘি লাগোয়া নেপুচাপুর চা বাগানের একটি ছায়া গাছ থেকে যুগলের মৃতদেহ ঝুলতে দেখেন স্থানীয় বাসিদন্দারা। মৃতে দের নাম বিপ্লব রায় (১৮) এবং মিনি কর্মকার(১৭)।

নিজস্ব সংবাদদাতা
মালবাজার শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৮ ০২:৩৪
Share: Save:

চা বাগান থেকে প্রেমিক যুগলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হল। রবিবার সকালে মালবাজার থানার বড়দিঘি লাগোয়া নেপুচাপুর চা বাগানের একটি ছায়া গাছ থেকে যুগলের মৃতদেহ ঝুলতে দেখেন স্থানীয় বাসিদন্দারা। মৃতে দের নাম বিপ্লব রায় (১৮) এবং মিনি কর্মকার(১৭)।

দু’জনেই বড়দিঘি এলাকার বাসিন্দা এবং বড়দিঘি উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির পড়ুয়া। বিপ্লব এবং মিনি দু’জনেরই ক্রীড়াবিদ হিসাবে এলাকায় পরিচিতি ছিল। বিপ্লব কাবাডি খেলাতে রাজ্যস্তরে অনূর্ধ্ব ১৮ দলে প্রতিনিধিত্ব করেছে। মিনি খো খো-য় জেলাস্তরে একাধিক খেলায় অংশ নিয়েছিল। খেলার সূত্রেই তিন বছর ধরে পরস্পরের ঘনিষ্ঠতা।

মাত্র দেড় মাস আগে বিপ্লব এবং মিনা বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিল। পরে গ্রামে ফিরে এসে সামাজিক ভাবে দুই পরিবারের মত নিয়ে বিয়ের দাবিও তোলে তাঁরা। দুই পরিবার, শিক্ষক সকলেই ওদের বিয়ের উপযুক্ত বয়স পর্যন্ত অপেক্ষা করার নির্দেশ দেয়। গত কিছুদিন ধরেই এই নিয়ে টানাপোড়েন চলছিল। স্থানীয় সূত্রের খবর, গত শনিবার রাতে মিনা নিজের বাড়ি থেকে বিপ্লবের বাড়িতে চলে আসে। এরপরই বিপ্লব এবং মিনা বেরিয়ে যান। আর ফিরে না আসায় রাত থেকেই স্থানীয় বাসিন্দারা তল্লাশি শুরু করেন। শেষে কাকভোরে যুগলের ঝুলন্ত দেহ দেখতে পাওয়া যায়।

বিপ্লব এবং মিনার মৃত্যুতে ভেঙে পরেছে গোটা এলাকা। মৃত বিপ্লবের মা বিমলা রায় এবং মিনার পরিবারের বাসিন্দারা কার্যত বাকশক্তি হারিয়ে ফেলেছেন। এমন কঠিন সিদ্ধান্ত যে ওরা নিতে পারে তা বুঝতেই পারেননি বলে জানান দুই পরিবারের সদস্যরা। কবাডি এবং খো খো-র কোচ সঞ্জয় সোম দীর্ঘদিন ওদের কোচিং করিয়েছেন। বিপ্লব খুব প্রতিশ্রুতিবান খেলোয়াড় ছিল বলেও জানান তিনি।

বড়দিঘি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক বিপ্লব ঘোষ বিষয়টি অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে জানান। পড়ুয়াদের আত্মহত্যার প্রবণতা দূর করে জীবনের মূল্য বোঝাতে চলতি মাসের ২৬ তারিখে স্কুলে স্বাস্থ্য দফতরের মনোবিদের মাধ্যমে উঁচু শ্রেণির পড়ুয়াদের নিয়ে বিশেষ শিবিরের আয়োজন করা হয়েছে বলেও জানান তিনি। মালবাজার থানার পুলিশ এ দিনই মৃতদেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়িতে পাঠিয়ে দিয়েছে বলে জানিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Death Dead Body Hanging Couple
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE