Advertisement
২৬ এপ্রিল ২০২৪

চালকদের হেলমেট দিল নিগম

যদিও ডালখোলায় একটি বাসে ভাঙচুর ছাড়া এ দিন আর কোথাও এই ডিপোর বাসে তেমন বড় আক্রমণের ঘটনা ঘটেনি৷ বন্‌ধ হওয়া মানেই হেলমেট পরে বাস চালানো-গত কয়েক বছর থেকেই এমন একটা প্রবণতা দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন অংশে৷

হেলমেট মাথায় চালক। নিজস্ব চিত্র

হেলমেট মাথায় চালক। নিজস্ব চিত্র

পার্থ চক্রবর্তী
আলিপুরদুয়ার শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৮ ০৬:০৩
Share: Save:

পুলিশের কাছ থেকে ধার করা হেলমেট চালকদের মাথায় পরিয়ে আলিপুরদুয়ার জেলায় বাস চলাচল স্বাভাবিক রাখলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা বা এনবিএসটিসি কর্তৃপক্ষ৷ যদিও ডালখোলায় একটি বাসে ভাঙচুর ছাড়া এ দিন আর কোথাও এই ডিপোর বাসে তেমন বড় আক্রমণের ঘটনা ঘটেনি৷
বন্‌ধ হওয়া মানেই হেলমেট পরে বাস চালানো-গত কয়েক বছর থেকেই এমন একটা প্রবণতা দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন অংশে৷ বন্‌ধের দিন বাস চালানোর সময় পাথর বা অন্য কিছুর যাতে চালকদের মাথায় আঘাত না লাগে তা সে চিন্তা রয়েছে প্রশাসন কিংবা কিংবা বিভিন্ন রাষ্ট্রীয় পরিবহন সংস্থার কর্তাদের মনেও৷
এনবিএসটিসির আলিপুরদুয়ার ডিপোর আধিকারিক অসিত ঠাকুর বলেন, “কিছু দিন আগে ডিপোতে আমরা কয়েকটা হেলমেট কিনেছিলাম৷ এ ছাড়াও কিছু হেলমেট তো ডিপোতে থাকেই৷ তারপরও কিছু হেলমেটের প্রয়োজন ছিল৷ এই অবস্থায় পুলিশের থেকে আমরা কয়েকটি হেলমেট এক দিনের জন্য ধার নিয়ে চালকদের দেই৷” আলিপুরদুয়ারের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহ রায় বলেন, “সংস্থার কর্তারা হেলমেট চাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা তার ব্যবস্থা করে দেই৷” সূত্রের খবর, আলিপুরদুয়ার ডিপোর অনেক চালকের জন্যই হেলমেটের ব্যবস্থা করা হলেও, ডালখোলায় এই ডিপোর একটি বাস ছাড়া আর কোনও বাসকে তেমন বড় আক্রমণের মুখে পড়তে হয়নি৷

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Tea Garden Bandh BJP TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE