Advertisement
১৯ এপ্রিল ২০২৪

জখম ছাত্রকে শিলিগুড়িতে

গত বৃহস্পতিবার দাড়িভিট হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র বিপ্লব সরকার গুলিবিদ্ধ হয়। তার পায়ে গুলি লাগে। অন্য দিকে, জখম কৃপানাথ সরকার এখনও হাসপাতালে ভর্তি। তাঁর মাথায় জখম রয়েছে।

বিপ্লব সরকার। ফাইল চিত্র

বিপ্লব সরকার। ফাইল চিত্র

মেহেদি হেদায়েতুল্লা
ইসলামপুর শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৮ ০২:৩৭
Share: Save:

দাড়িভিটের ঘটনায় গুলিবিদ্ধ জখম বিপ্লব সরকারকে উন্নত চিকিৎসার জন্য ইসলামপুর থেকে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বিপ্লবের পরিবারের দাবি, ‘‘সরকারি হাসপাতালে ভরসা রাখতে পারছি না। তাই বাধ্য হয়ে আমরা শিলিগুড়িতে বেসরকারি নাসিং হোমে ভর্তি করাই।’’

গত বৃহস্পতিবার দাড়িভিট হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র বিপ্লব সরকার গুলিবিদ্ধ হয়। তার পায়ে গুলি লাগে। অন্য দিকে, জখম কৃপানাথ সরকার এখনও হাসপাতালে ভর্তি। তাঁর মাথায় জখম রয়েছে।

গুলিবিদ্ধ রাজেশ সরকারকে চিকিৎসার জন্য ইসলামপুর নিয়ে যাওয়ার পথে গোলাপাড়ায় দুষ্কৃতীদের হামলায় জখম হন কৃপানাথ। তিনিও এখনও চিকিৎসাধীন।

হাসপাতালে ভর্তি রয়েছেন ওই স্কুলের শিক্ষক আসাবুল হক। এ দিন জখমদের খোঁজখবর নিতে যান বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী এবং শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য। শনিবার রাতে জখমদের দেখা করেন শিলিগুড়ি-মাটিগাড়ার বিধায়ক শঙ্কর মালাকার। গুলিবিদ্ধ বিপ্লবের এক আত্মীয় বলেন, ‘‘বিপ্লবের পায়ে প্লাস্টিক সার্জারি করাতে হবে। কী করে চিকিৎসা করবেন তা ভেবে কূলকিনারা করতে পাচ্ছেন না বাড়ির লোকজন।’’ বিপ্লবের বাবা গোবিন্দ সরকার চাষ করে সংসার চালান। এ দিন তার বাবা জানান, ছেলের কী ভাবে চিকিৎসা করবেন তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE