Advertisement
১৮ এপ্রিল ২০২৪
ফিরতি পথে একই দৃশ্য

সংরক্ষিত কামরায় দুর্ভোগই

শনিবার রাতে শিয়ালদহ স্টেশনে গৌড় এক্সপ্রেসের সংরক্ষিত ওই কামরায় উঠে দেখেন একদল যুবক তাঁর আসনে বসে রয়েছেন। আর প্রত্যেকেই বুকে ঝুলছে তৃণমূল কংগ্রেসের ব্যাজ। নিরুপায় হয়ে সংরক্ষিত কামরার টিকিট কেটেও সাধারণ কামরার যাত্রীদের মতো ফিরতে হল বলে অভিযোগ করেন পবিত্রবাবু। শুধু পবিত্রবাবু নন। ওই ট্রেনে সফর করতে গিয়ে ওই দিন এমন সমস্যা পড়েন যাত্রীদের অনেকেই।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৩ জুলাই ২০১৮ ০৭:৫০
Share: Save:

কলকাতা থেকে মালদহ ফেরার জন্য পাঁচ দিন আগেই গৌড় এক্সপ্রেসে টিকিট কেটেছিলেন পবিত্র সিংহ। এস-৬ কামরায় আসনও সুনির্দিষ্ট হয়ে গিয়েছিল তাঁর। শনিবার রাতে শিয়ালদহ স্টেশনে গৌড় এক্সপ্রেসের সংরক্ষিত ওই কামরায় উঠে দেখেন একদল যুবক তাঁর আসনে বসে রয়েছেন। আর প্রত্যেকেই বুকে ঝুলছে তৃণমূল কংগ্রেসের ব্যাজ। নিরুপায় হয়ে সংরক্ষিত কামরার টিকিট কেটেও সাধারণ কামরার যাত্রীদের মতো ফিরতে হল বলে অভিযোগ করেন পবিত্রবাবু। শুধু পবিত্রবাবু নন। ওই ট্রেনে সফর করতে গিয়ে ওই দিন এমন সমস্যা পড়েন যাত্রীদের অনেকেই।

শুধু গৌড় এক্সপ্রেস নয়, মালদহ, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের মতো জেলাগুলোতে ফেরার জন্য হাটেবাজারে, পদাতিক এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, রাধিকাপুর এক্সপ্রেসের মতো ট্রেনগুলোতেও এদিন ভিড় ছিল তৃণমূল নেতা-কর্মী-সমর্থকের। অনেক ক্ষেত্রেই সাধারণ কামরার মতো সংরক্ষিত কামরাও দখল করা হয় বলে অভিযোগ। অভিযোগ, সাধারণ যাত্রীরা হয়রানি হলেও নিশ্চুপ ছিল রেল পুলিশ। যদিও তৃণমূল নেতৃত্বের দাবি, সুষ্ঠু ভাবেই কর্মীরা কলকাতা থেকে জেলায় জেলায় ফিরতে শুরু করেছেন। মালদহের তৃণমূলের জেলা সভাপতি মোয়াজ্জেম হোসেন বলেন, ‘‘৪০টি বাসে করে কর্মীরা জেলায় রওনা দিয়েছেন। এছাড়া ইন্টারসিটি, প্যাসেঞ্জার ট্রেনগুলোতে করে কর্মীদের বেশি সংখ্যায় জেলায় পাঠানো হয়েছে। কোথাও কোন অভিযোগ হয়নি।’’

সকাল সাড়ে পাঁচটা নাগাদ তৃণমূলের বহু নেতা ও কর্মী কলকাতা থেকে রাধিকাপুরগামী রাধিকাপুর এক্সপ্রেস ট্রেনে চেপে রায়গঞ্জ ও কালিয়াগঞ্জে ফেরেন। তাঁদের অনেকেই সংরক্ষিত টিকিট না পেয়ে ওই ট্রেনের আটটি জেনারেল কামরায় গাদাগাদি করে আসেন বলে জানান। রেল পুলিশের দাবি, তৃণমূলের নেতা কর্মীরা বিনা টিকিটেই ওই ট্রেনের বিভিন্ন জেনারেল কামরায় চেপে কলকাতা থেকে রায়গঞ্জে এসেছেন। উত্তর দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি অমল আচার্যের দাবি, ‘‘এটা ঠিক দলের হাজার হাজার নেতা-কর্মীর পক্ষে টিকিট কেটে জেনারেল কামরায় ওঠা সম্ভব হয়নি।’’

দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল সূত্রে খবর, শনিবার রাতে গৌড় এক্সপ্রেস ছাড়াও উত্তরবঙ্গমুখী বিভিন্ন ট্রেনে করে নিজের জেলায় ফেরা শুরু করেছেন তৃণমূল কর্মীরা। রবিবার সকালের ট্রেনে কলকাতা স্টেশন থেকে ট্রেন ধরেছেন অনেকে। তৃণমূল নেতা প্রসূন মিত্র বলেন, ‘‘আমাদের কর্মীরা অনেকে শনিবার রাতের ট্রেন ধরেন। অনেকে রবিবার সকালে ও রাতের ট্রেন ধরেছেন। বাসে করেও অনেকে ফিরছেন।’’ পদাতিক নিউ জলপাইগুড়ি পর্যন্ত আবেদ আলি নামে এক তৃণমূল কর্মী বলেন, “আমি জেনারেল কামরায় ছিলাম। শৌচাগারের সামনে বসেই এসেছে।” সংরক্ষিত কামরাতে ভিড় থাকলেও যাওয়ার দিনের মতো পরিস্থিতি হয়নি। কমল দাস নামে এক যাত্রী বলেন, “আমাদের আসনের পাশে ৩ জন টিএমসি কর্মী পরিচয় দিয়ে বসে পড়ে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE