Advertisement
২৩ এপ্রিল ২০২৪

দেশের প্রথম কুড়ির মধ্যে জলপাইগুড়ি

ডিজিটাল ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলার নিরিখে দেশের প্রথম ২০টি শহরের মধ্যে স্থান পেল জলপাইগুড়ি। গত ১ সেপ্টেম্বর থেকে ডাকবিভাগ দেশজুড়ে ‘পোস্টাল পেমেন্ট ব্যাঙ্কিং’ পরিষেবা শুরু করেছে।

ব্যস্ততা: জলপাইগুড়ির পোস্ট অফিসে ভিড়। নিজস্ব চিত্র

ব্যস্ততা: জলপাইগুড়ির পোস্ট অফিসে ভিড়। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০১৮ ০২:৩৭
Share: Save:

ডিজিটাল ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলার নিরিখে দেশের প্রথম ২০টি শহরের মধ্যে স্থান পেল জলপাইগুড়ি। গত ১ সেপ্টেম্বর থেকে ডাকবিভাগ দেশজুড়ে ‘পোস্টাল পেমেন্ট ব্যাঙ্কিং’ পরিষেবা শুরু করেছে।

বেসরকারি ওয়ালেট অ্যাপ বা পরিষেবার মতোই মোবাইল থেকেও পুরোপুরি নিয়ন্ত্রণ করা যায় এই পরিষেবা। উদ্বোধনের পরে প্রথম ছ’দিনের কাজকর্ম বিশ্লেষণ করে ডাকবিভাগ থেকে ২৫টি শহরের তালিকা প্রকাশ করেছে। তাতে ১৮ নম্বরে জলপাইগুড়ি। ডাক বিভাগ জানিয়েছে, জলপাইগুড়িতে অ্যাকাউন্ট খোলার সংখ্যা ছাপিয়ে গিয়েছে দেশের বহু বড় শহরকেও। দেড় হাজারের কাছাকাছি অ্যাকাউন্ট খোলা হয়েছে। রাজ্যে একমাত্র জলপাইগুড়িই ডাক বিভাগের সর্বশেষ তালিকায় রয়েছে।

ডাকবিভাগের জলপাইগুড়ির সুপারিনটেনডেন্ট সুভাষ ডার্নাল বলেন, “এটা খুবই আনন্দের বিষয়।” এই পরিষেবা পেতে পোস্ট অফিসে যাওয়ার প্রয়োজনও নেই। টোল ফ্রি নম্বরে ফোন করলে ডাক বিভাগের কর্মী বাড়িতে গিয়ে অ্যাকাউন্ট খুলিয়ে দেবেন। এ বিষয় শিক্ষক বীরেন রায় বলেন, “শুধু আধার নম্বর বললেই সরকারি ব্যাঙ্কে অ্যাকাউন্ট হয়ে যাচ্ছে। এ তো খুবই ভাল বিষয়।”

ডাক বিভাগ যে তালিকা প্রকাশ করেছে তাতে শীর্ষে রয়েছে বিহারের ছাপরা শাখা। গত ছ’দিনে পাঁচ হাজারেরও বেশই অ্যাকাউন্ট খোলা হয়েছে। জলপাইগুড়ির প্রধান ডাকঘরের তরফে জানানো হয়েছে, টোল ফ্রি নম্বরে ফোন করলে বাড়ি থেকে টাকা নিয়ে এবং দিয়ে আসা হয়। তার জন্য অবশ্য কিছু ফি দিতে হয়। অ্যাকাউন্ট খুললে মোবাইলে একটি অ্যাপলিকেশনও ভরে দেওয়া হচ্ছে ডাকঘর থেকেই। যেটি

মোবাইল মানিব্যাগ হিসেবে কাজ করবে বলেও দাবি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Jalpaiguri Bank Account Digital India
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE