Advertisement
২৫ এপ্রিল ২০২৪

দূরপাল্লার ট্রেনের দাবি

পদাতিক এক্সপ্রেস জলপাইগুড়ি রোড স্টেশনে দাঁড়াচ্ছিল। এখন তার দাঁড়ানো ঘোর অনিশ্চয়তার মধ্যে আছে। দিল্লিগামী দু’টি ট্রেন এবং দক্ষিণ ভারতগামী একমাত্র বেঙ্গালুরু এক্সপ্রেস জলপাইগুড়ি রোড স্টেশনে দাঁড়ায়।

—প্রতীকী চিত্র।

—প্রতীকী চিত্র।

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৭ ০২:১২
Share: Save:

রেল পরিষেবার দিক থেকে জলপাইগুড়ি এখনও ব্রাত্য। এই জেলা এবং বিভাগীয় শহরে দূরপাল্লার ট্রেন দাঁড় করানোর জন্য বাসিন্দাদের এখনও আন্দোলন করতে হয়। এই বৈষম্য দূর করতে সরব হল জলপাইগুড়ি নর্থবেঙ্গল ন্যাশনাল চেম্বার অব কমার্স। রবিবার জলপাইগুড়ি স্টেশন কন্সাল্টেটিভ কমিটির সভায় এ বিষয়ে সোচ্চার হলেন সংগঠনের সদস্যরা।

সংগঠনের সদস্যদের বক্তব্য, জলপাইগুড়ির যাত্রীরা দার্জিলিং মেলে করে সরাসরি কলকাতায় গেলেও সরাসরি ফিরতে পারেন না। দূরপাল্লার বহু ট্রেন দাঁড়ায় না। এমনকী দার্জিলিং মেলের যে দু’টি কামরা হলদিবাড়ি থেকে কলকাতায় যায়, ফেরার সময় সেই দু’টি কামরা নিউ জলপাইগুড়িতে থেকে যায়। কলকাতা থেকে টিকিট কেটে কেউই সরাসরি জলপাইগুড়িতে আসতে পারেন না।

সংগঠনের সহ সভাপতি প্রদীপ দেব বলেন, “আমরা অবিলম্বে পদাতিক এক্সপ্রেস সমেত সমস্ত দূরপাল্লার ট্রেনের জলপাইগুড়ি রোড স্টেশনে দাঁড়ানোর দাবি করেছি। বাসিন্দারা যেন দার্জিলিং মেলেই সরাসরি একই কামরায় জলপাইগুড়ি ফিরতে পারেন তার ব্যবস্থা করার দাবি করেছি।” রেলওয়ে কন্সাল্টেটিভ কমিটির সভায় উপস্থিত উত্তর পূর্ব সীমান্ত রেলের সহকারী কমার্শিয়াল ম্যানেজার জি ম্যাথুজ তাঁদের আশ্বস্ত করে জানান যে, তিনি তাদের দাবিগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন।

পদাতিক এক্সপ্রেস জলপাইগুড়ি রোড স্টেশনে দাঁড়াচ্ছিল। এখন তার দাঁড়ানো ঘোর অনিশ্চয়তার মধ্যে আছে। দিল্লিগামী দু’টি ট্রেন এবং দক্ষিণ ভারতগামী একমাত্র বেঙ্গালুরু এক্সপ্রেস জলপাইগুড়ি রোড স্টেশনে দাঁড়ায়। এ ছাড়া জম্মু, যোধপুর, বিকানের, মুম্বই, চেন্নাইগামী কোনও ট্রেন দাঁড়ায় না। রাজধানী এক্সপ্রেসও দাঁড়ায় না।

বঞ্চনার কথা ব্যাখ্যা করে সংগঠনের সদস্যরা জানান, নিউ জলপাইগুড়ি থেকে প্রতিদিন দার্জিলিং মেলের একটি এসি এবং একটি স্লিপার কামরা দুপুরের নিউ জলপাইগুড়ি- হলদিবাড়ি যাত্রী-গাড়ির সঙ্গে হলদিবাড়ি পর্যন্ত আসে। বিকেলের হলদিবাড়ি-নিউ জলপাইগুড়ি প্যাসেঞ্জার ট্রেনের সঙ্গে ফিরে যায়। যে সমস্ত যাত্রী হলদিবাড়ি, জলপাইগুড়ি, বেলাকোবা থেকে এই কোচ দু’টিতে টিকিট কেটে তাঁরা ওঠেন। নিউ জলপাইগুড়িতে কামরা দু’টি কেটে দার্জিলিং মেলের সঙ্গে জোড়া হয়। কলকাতা থেকে ফেরার সময় কামরা দু’টি নিউ জলপাইগুড়ি পর্যন্ত আসে। সকালের নিউ জলপাইগুড়ি-হলদিবাড়ি যাত্রী-গাড়ির সঙ্গে জোড়া হয় না। বেশির ভাগ দিনই যাত্রীরা নিউ জলপাইগুড়িতে নেমে সকালের যাত্রী-গাড়ি পান না। তখন তাঁদের শিলিগুড়িতে বাস ধরে জলপাইগুড়ি এবং হলদিবাড়ি যেতে হয়। এই সমস্যা সমাধানেই কমিটির সদস্যরা তৎপর হবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Jalpaiguri passenger train express train
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE