Advertisement
১৮ এপ্রিল ২০২৪

কেশরী বার্তা

আদালতের রায় নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের মন্তব্য বা সমালোচনায় এই রাজ্যে বারবার তৈরি হয়েছে বিতর্ক। সেই বিতর্ক যাতে আর না হয়, তার জন্য সকলকে সচেতন করলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী।

 সূচনা: প্রদীপ জ্বালালেন মুখ্যমন্ত্রী। পাশে রাজ্যপাল ও হাইকোর্টের প্রধান বিচারপতি। ছবি: সন্দীপ পাল

সূচনা: প্রদীপ জ্বালালেন মুখ্যমন্ত্রী। পাশে রাজ্যপাল ও হাইকোর্টের প্রধান বিচারপতি। ছবি: সন্দীপ পাল

শুভঙ্কর চক্রবর্তী 
জলপাইগুড়ি শেষ আপডেট: ১০ মার্চ ২০১৯ ০৪:২৩
Share: Save:

আদালতের রায় নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের মন্তব্য বা সমালোচনায় এই রাজ্যে বারবার তৈরি হয়েছে বিতর্ক। সেই বিতর্ক যাতে আর না হয়, তার জন্য সকলকে সচেতন করলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। শনিবার সার্কিট বেঞ্চের অনুষ্ঠানে তিনি বলেন, ‘‘প্রত্যেকের উচিত আদালতের নির্দেশ মেনে চলা। বিচার ব্যবস্থার বিরুদ্ধে অযাচিত মন্তব্য বা সমালোচনা করা উচিত নয়। সাধারণ মানুষের মনে বিচার ব্যবস্থা সম্পর্কে যাতে ভুল ধারণা তৈরি না হয়, সে দিকে লক্ষ্য রাখতেই ওই পরিস্থিতি এড়ানো দরকার।’’

মিনিট দশেকের বক্তব্যে রাজ্যপাল জানান, সমস্যা ও জটিলতা কাটিয়ে সার্কিট বেঞ্চের উদ্বোধন হয়েছে। উত্তরবঙ্গের চার জেলার আইনজীবীদের পেশাগত উন্নয়নে সার্কিট বেঞ্চ অন্যতম ভূমিকা নেবে বলেই তাঁর মত। এত দিন জেলা আদালতে কাজ করে আসা আইনজীবীদের উৎসাহ দিতে বিচারপতিদের পরামর্শ দেন রাজ্যপাল। তিনি বলেন, ‘‘কষ্টের বিকল্প নেই। ধীরে ধীরে জেলার আইনজীবীরা হাইকোর্টের কার্যপদ্ধতির সঙ্গে নিজেদের মানিয়ে নেবেন বলেই আমি আশাবাদী।’’ রাজ্যপালের বক্তব্যকে সমর্থন জানিয়েছেন বিভিন্ন বার অ্যাসোসিয়েশনের কর্মকর্তারাও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Lok Sabha Election 2019 Keshari Nath Tripathi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE