Advertisement
১৯ এপ্রিল ২০২৪

চালু হয়নি কলকাতার-ইসলামপুর বাস পরিষেবা

উত্তরবঙ্গ পরিবহণ সংস্থার কলকাতা-ইসলামপুর বাস চলত এক সময়ে। কিন্তু বন্ধ হয়ে যায় বাসটি।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
ইসলামপুর শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০১৮ ০৩:১২
Share: Save:

উত্তরবঙ্গ পরিবহণ সংস্থার কলকাতা-ইসলামপুর বাস চলত এক সময়ে। কিন্তু বন্ধ হয়ে যায় বাসটি। সম্প্রতি উত্তরবঙ্গ পরিবহণ সংস্থার অনুষ্ঠানে এসে এলাকার একটি ব্যবসায়ী সংগঠন ও বাসিন্দাদের দাবিতে কলকাতা-ইসলামপুর বাস চালুর কথা জানান পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী। বাতানুকুল ও বায়োটয়লেটযুক্ত বাস চালু হবে বলেই দাবি করেন মন্ত্রী। জানানো হয়, শীঘ্র চালু হবে ওই বাস। কিন্তু তার পরে ইসলামপুর থেকে কর্ণজোড়া বাস চালু হলেও কলকাতা পর্যন্ত চালু হয়নি এখনও। ফলে, ওই বাস পরিষেবা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

বাসিন্দাদের অভিযোগ, ইসলামপুর থেকে কলকাতা যাওয়ার সরকারি বাস না থাকায় শিলিগুড়ি-কলকাতার বাসের উপর নির্ভর করতে হয়। অনেক সময়ে সেই বাসের টিকিট মেলে না। আবার অনেক বেসরকারি বাসের ক্ষেত্রে শিলিগুড়ি থেকে বাসে জায়গা বুক করতে অতিরিক্ত টাকা গুনতে হয়। সম্প্রতি উত্তরবঙ্গ পরিবহণ সংস্থার ক্ষতিগ্রস্ত বাসের চেক বিলি ও নতুন বাস উদ্বোধনের অনুষ্ঠানে বেশ কিছু দাবি পেশ করেন ব্যবসায়ীরা। রায়গঞ্জ-ইসলামপুর বাস চালু করার দাবি করেছিলেন বিধায়ক কানাইয়ালাল আগরওয়ালও। সেখানে পরিবহণ মন্ত্রী জানান, ইসলামপুর থেকে কলকাতা পর্যন্ত অত্যাধুনিক বাস চালু হবে। ঘোষণার কয়েক দিনের মধ্যেই চালু হয় ইসলামপুর-কর্ণজোড়া বাস পরিষেবা. কিন্তু এখনও চালু হয়নি ইসলামপুর-কলকাতা বাস পরিষেবা। ফলে সংশয়ে বাসিন্দারা।

উত্তরবঙ্গ পরিবহণ দফতরের ইসলামপুরের ডিপো ইনচার্জ আশুতোষ দে বলেন, ‘‘যে বাসটি চালু হওয়ার কথা, তা রাজ্য পরিবহণ দফতরের নিয়ন্ত্রাধীন। তাই এ নিয়ে কিছু জানি না।’’ বিধায়ক কানাইয়ালাল অাগরওয়াল বলেন, ‘‘ইসলামপুর-কর্ণজোড়া বাস চালু হয়েছে। কলকাতা পর্যন্তও দ্রুত চালু হবে। তবে শিলিগুড়ি থেকে কলকাতা বাসের এখানে স্টপ তো রয়েছেই, টিকিটও মেলে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Islampur Bus service ইসলামপুর
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE