Advertisement
২৫ এপ্রিল ২০২৪

প্রধানমন্ত্রীর সভার মুখে শহরে শাহ

দলের প্রার্থী দিল্লির বাসিন্দা শিল্পপতি বিস্তাকে কী কী সমস্যার মুখে পড়তে হতে পারে, আর তা কী করে মোকাবিলা করা সম্ভব, তা নিয়েই হবে বৈঠক। অমিত দলীয় সংগঠন কী অবস্থায় রয়েছে, সে সব খতিয়ে দেখবেন।

অমিত শাহ। ফাইল চিত্র।

অমিত শাহ। ফাইল চিত্র।

কৌশিক চৌধুরী
শিলিগুড়ি শেষ আপডেট: ৩০ মার্চ ২০১৯ ১১:৫৪
Share: Save:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার এক দিন আগে, ২ এপ্রিল দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ শিলিগুড়ি আসবেন বলে বিজেপি সূত্রের খবর। তবে অমিত কোনও জনসভা, পদযাত্রা বা রোড-শো করবেন না। দলীয় সূত্রের খবর, শহরের বাছাই করা লোকেদের নিয়ে করবেন ‘রণনীতি বৈঠক।’ কয়েক জন নেতানেত্রী এবং শহরের গেরুয়া মনস্ক বাসিন্দাদের সঙ্গে তিনি একান্তে বৈঠক করবেন। দুপুরের পর শিলিগুড়ি এসে বৈঠকের পরে রাতেই তিনি ট্রেনে অথবা বিমানে কলকাতা বা দিল্লি ফিরে যেতে পারেন। শুক্রবার দিল্লি এবং কলকাতা থেকে জেলা বিজেপি নেতৃত্বকে সে কথা জানিয়ে দেওয়া হয়েছে বলে দল সূত্রে খবর।

যদিও জেলা নেতৃত্ব চাইছেন, ৩ এপ্রিল মোদীর সভার পরে অমিত শিলিগুড়ি আসুক। যদিও ভোটের প্রচার, বৈঠকের সূচি দেখেই আপাতত ২ এপ্রিলই অমিত শিলিগুড়ি আসছেন বলে ঠিক হয়েছে। জেলা বিজেপির সভাপতি অভিজিৎ রায় চৌধুরী বলেন, ‘‘মোদীর সভার আগের দিন আমাদের সর্বভারতীয় সভাপতির শিলিগুড়ি আসার কথা রয়েছে। দলীয় কর্মসূচি রয়েছে। পরে আমরা ঘোষণা কর দেব।’’

বিজেপি নেতারা জানাচ্ছেন, রাজ্য নেতৃত্ব থেকে শুরু করে দিল্লি থেকে একাধিক মন্ত্রী, নেতা দার্জিলিং লোকসভা কেন্দ্রে প্রচারে আসবেন। খোদ নরেন্দ্র মোদী শহরের মধ্যে সভা করছেন। কিন্তু দল সূত্রেই খবর, আগের সাংসদ সুরেন্দ্র সিংহ অহলুওয়ালিয়াকে নিয়ে বিজেপির অনেকের মধ্যে ক্ষোভ রয়েছে। তা ছাড়া, আগের বার বিমল গুরুংয়ের যে প্রভাব ছিল, এ বার তা নেই। তৃণমূলের প্রভাব বেড়েছে। এই অবস্থায় দলের প্রার্থী দিল্লির বাসিন্দা শিল্পপতি বিস্তাকে কী কী সমস্যার মুখে পড়তে হতে পারে, আর তা কী করে মোকাবিলা করা সম্ভব, তা নিয়েই হবে বৈঠক। অমিত দলীয় সংগঠন কী অবস্থায় রয়েছে, সে সব খতিয়ে দেখবেন।

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

বিজেপির উত্তরবঙ্গের নেতাদের কয়েক জন জানান, বিস্তা ইতিমধ্যে শহর এবং লাগোয়া এলাকার বড় ব্যবসায়ী এবং বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ করেছেন। তাঁদের অনেকেই বিজেপি মনোভাবাপন্ন বলেও দাবি করা হয়েছে। তাঁদের সঙ্গে যোগাযোগ রেখে দলের ভোটব্যাঙ্ককে আরও মজবুত করতেই অমিত আসছেন বলে দাবি বিজেপির। কাল, রবিবার দাগাপুরের একটি বিনোদন পার্কের ভবনে বিস্তা কর্মী, সমর্থকদের নিয়ে একই ধরনের বৈঠক করবেন।

কয়েক মাস আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও শিলিগুড়ি এসে দুই মাইল এলাকার একটি ভবনে শহরের অবাঙালিদের বিভিন্ন সংগঠনগুলিকে নিয়ে একটি বৈঠক করেছিলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE