Advertisement
১৬ এপ্রিল ২০২৪

অর্পিতার পাশে বহিষ্কৃত সোনা

বালুরঘাট লোকসভার প্রার্থী হিসেবে অর্পিতা ঘোষকে পুনরায় টিকিট দেওয়ায় অজ্ঞাতবাস ছেড়ে ফের প্রকাশ্যে এসেছেন হরিরামপুরের ডাকসাইটে নেতা সোনা পাল।

নিজস্ব সংবাদদাতা
হরিরামপুর শেষ আপডেট: ১৪ মার্চ ২০১৯ ০৬:১৮
Share: Save:

বালুরঘাট লোকসভার প্রার্থী হিসেবে অর্পিতা ঘোষকে পুনরায় টিকিট দেওয়ায় অজ্ঞাতবাস ছেড়ে ফের প্রকাশ্যে এসেছেন হরিরামপুরের ডাকসাইটে নেতা সোনা পাল। মঙ্গলবার বিকেলে অর্পিতার নাম ঘোষণা হতেই রাতে হরিরামপুরে বাজি ফাটিয়ে নিজের অস্তিত্ব জানান দিয়েছেন তৃণমূলের এই বহিষ্কৃত নেতা। রাতেই অনুগামীদের নিয়ে একপ্রস্থ আলোচনা করেছেন তিনি। সেখানে অর্পিতার হয়ে কিভাবে প্রচার করা হবে, তা নিয়ে আলোচনা হয়েছে বলে খবর।

সোনার বক্তব্য, ‘‘আমরা চেয়েছিলাম অর্পিতাই প্রার্থী হোন। তিনিই পারেন এই কেন্দ্র থেকে তৃণমূলকে জেতাতে। আমরা দিদির হয়ে প্রচারেও নামছি।’’ আর অর্পিতার কথায়, ‘‘কেউ যদি প্রচার করে তা হলে আমি কি তাকে না করতে পারি? প্রচার করা মানুষের অধিকার। তিনি সেই অধিকারেই প্রচার করছেন।’’

হরিরামপুরের নেতা সোনা বরাবরেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে থেকেছেন। হরিরামপুর ব্লকে সোনার নিজস্ব প্রভাবও রয়েছে বলে তৃণমূলের নেতাদের একাংশের দাবি। সূত্রের খবর, ২০১১ সালের বিধানসভা নির্বাচনে সোনার হাত ধরেই তৃণমূলের জেলা সভাপতি বিপ্লব মিত্র জিতেছিলেন। তারপরে অনেক জল গড়িয়েছে। জেলা পরিষদের প্রাক্তন এই কর্মাধ্যক্ষের সঙ্গে বিপ্লবের গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়। এ নিয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিপ্লব নালিশও করেন। তারপরেই বিপ্লব পুনরায় জেলা সভাপতি হয়ে সোনাকে দল থেকে বহিষ্কার করে দেন বলে দলের একাংশের দাবি।

পঞ্চায়েত নির্বাচনের সময় বহিষ্কৃত সোনার সঙ্গে বিপ্লব গোষ্ঠীর কাজিয়া ফের শুরু হয়। এর জেরে বেশ কয়েকটি আসনে সোনা পাল নির্দল প্রার্থী দিয়ে ভোটও করান। যে কারণে সৈয়দপুর অঞ্চলও তৃণমূল দখল করতে পারেনি বলে দল সূত্রে খবর। তারপর থেকেই হরিরামপুরের এই নেতা কার্যত অজ্ঞাতবাসে গিয়েছিলেন। বাড়ির বাইরেই বের হতেন না বলে খবর।

তবে এই পরিস্থিতিতে বিপ্লবকে প্রার্থী না করে অর্পিতাকে প্রার্থী করায় ফের গা ঝাড়া দিয়ে ভোট ময়দানে নেমে পড়েছেন এই পোড় খাওয়া নেতা। সোনার দাবি, ‘‘হরিরামপুর থেকে আমরা অর্পিতাকে ১৫ হাজার ভোটের লিড দেব। সেই লক্ষ্য নিয়েই প্রচারে নামছি।’’

তবে এ দিন বিপ্লববাবুকে বারবার ফোন করেও পাওয়া যায়নি। তিনি এসএমএস-এরও উত্তর দেননি। তাই এই প্রসঙ্গে তাঁর মত জানা যায়নি।

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

কিন্তু কেন হঠাৎ সোনা ভোট ময়দানে নামছেন? দলীয় সূত্রে খবর, অর্পিতার সঙ্গে সোনার সম্পর্ক আগাগোড়াই ভাল। মাঝে বিপ্লবের সঙ্গে লড়াইয়ে গিয়ে রাজনীতিতে অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছিলেন তিনি। এই সুযোগে অর্পিতার হয়ে প্রচার করে সোনা তাঁর হারানো জমি ফিরে পেতেই তড়িঘড়ি ময়দানে নামছেন বলে খবর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Arpita Ghosh TMC Lok Sabha Election 2019 Politics
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE