Advertisement
২৬ এপ্রিল ২০২৪

বাইক থেকে ছিটকে পড়ে মৃত্যু মাধ্যমিক পরীক্ষার্থীর

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মাধ্যমিক পরীক্ষার্থীর নাম রাজীব দাস (১৬)। জখম পরীক্ষার্থী রাজিবুল আলম। তাদের দু’জনেরই বাড়ি পশ্চিম দেওগাঁ এলাকায়। দেওগাঁ হাই স্কুলের এই দুই ছাত্রের পরীক্ষার সিট পড়েছিল ময়রাডাঙা গোপ্পু মেমোরিয়াল হাইস্কুলে।

শোকার্ত: হাসপাতালে রাজীবের মা পুষ্পরানি দাস। নিজস্ব চিত্র

শোকার্ত: হাসপাতালে রাজীবের মা পুষ্পরানি দাস। নিজস্ব চিত্র

পার্থ চক্রবর্তী 
ফালাকাটা শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০১৯ ০৩:২৯
Share: Save:

মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার সময় মোটরবাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক পরীক্ষার্থীর। বুধবার ফালাকাটার পূর্ব ঝাড়বেলতলির নেপালি বস্তি এলাকায় ঘটনাটি ঘটেছে। ঘটনায় মোটরবাইক চালক আর এক মাধ্যমিক পরীক্ষার্থীও জখম হয়েছে। দু’জনের কারও মাথাতেই হেলমেট ছিল না।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মাধ্যমিক পরীক্ষার্থীর নাম রাজীব দাস (১৬)। জখম পরীক্ষার্থী রাজিবুল আলম। তাদের দু’জনেরই বাড়ি পশ্চিম দেওগাঁ এলাকায়। দেওগাঁ হাই স্কুলের এই দুই ছাত্রের পরীক্ষার সিট পড়েছিল ময়রাডাঙা গোপ্পু মেমোরিয়াল হাইস্কুলে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিনটি আলাদা মোটরবাইক চেপে রাজীব, রাজিবুল ও তাদের কয়েক জন সহপাঠী একসঙ্গে পরীক্ষাকেন্দ্রে যাচ্ছিল। একটি মোটরবাইকে রাজীব ও রাজিবুল ছিল। বাইকটি চালাচ্ছিল রাজিবুল। অন্য দু’টি বাইকে তিন জন করে পরীক্ষার্থী ছিল। কোনও বাইক আরোহীর মাথাতেই হেলমেট ছিল না বলে দাবি স্থানীয় প্রত্যক্ষদর্শীদের। পরীক্ষার্থীরা স্কুল ইউনিফর্মেও ছিল না বলে দাবি কয়েক জনের।

এলাকার বাসিন্দারা আরও জানিয়েছেন, জেলা পরিষদের ফালাকাটা-রাঙালিবাজনা সড়কের উপর দিয়ে পরীক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রে যাচ্ছিল। রাস্তাটি অপেক্ষাকৃত ফাঁকা থাকায় তিনটি বাইকের মধ্যে কিছুটা রেষারেষিও চলছিল বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পূর্ব ঝাড়বেলতলির নেপালি বস্তি এলাকায় দুর্ঘটনার সময় রাজিবুলদের বাইকটি ছিল সবার আগে। আচমকাই আর একটি মোটরবাইক তাদের সামনে চলে আসে। এই অবস্থায় নিয়ন্ত্রণ রাখতে না পেরে রাজিবুলদের মোটরবাইকটি রাস্তায় ছিটকে পড়ে। সেই সময় পিছনে থাকা একটি মোটরবাইক রাজীবকে সরাসরি ধাক্কা মারে। রাজীবের মাথা থেকে প্রচুর রক্তপাত হতে শুরু করে। সঙ্গে সঙ্গে তাদের ফালাকাটা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকরা রাজীবকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক চিকিৎসার পরে রাজিবুলকে পরীক্ষাকেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়। যদিও সেখানে গিয়ে অসুস্থ বোধ করে রাজিবুল। সে আর পরীক্ষা দিতে চায়নি। অভিভাবকরা তাকে বাড়িতে নিয়ে গেলে সেখানেও সে ফের অসুস্থ হয়ে পড়ে। তার পরে তাকে বীরাপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

রাজীবের মৃত্যুর খবর পেয়ে ফালাকাটা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে যান স্থানীয় বিধায়ক অনিল অধিকারী। ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ নিয়ে সচেতনতার অভাবকেই তিনি এই দুর্ঘটনার জন্য দায়ী করেন।

রাজীবের দেহ ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়। ফালাকাটা থানার আইসি সমীর পাল বলেন, ‘‘বাইক দুর্ঘটনা কী ভাবে হল, খতিয়ে দেখা হচ্ছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Road Safety Accident Death
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE