Advertisement
২৬ এপ্রিল ২০২৪

সবুজ-বিনাশী অসুরদের ধ্বংসের বার্তা মাল্লাগুড়ির

স্বর্গ থেকে দেবতাদের বিতাড়িত করা শুম্ভ নিশুম্ভ-ই শুধু অসুর নয়। গাছ কেটে যারা সবুজ ধ্বংস করে তারা-ও অসুর। সন্তান্তসন্ততি-বাহনদের নিয়ে সেই অসুর বিনাশে উদ্যত হয়েছেন দেবী দুর্গা। শিলিগুড়ির চম্পাসারির উত্তর মাল্লাগুড়ির সর্বজনীনের পুজো-য় এবার থিম সবুজায়ন। প্রায় বারো হাজার বর্গফুটের মণ্ডপ।

যেন ফুলের বাড়ি, তাই মণ্ডপের নাম ‘গুলমহল’। চম্পাসারির উত্তর মাল্লাগুড়ি সর্বজনীনে। ছবি: বিশ্বরূপ বসাক

যেন ফুলের বাড়ি, তাই মণ্ডপের নাম ‘গুলমহল’। চম্পাসারির উত্তর মাল্লাগুড়ি সর্বজনীনে। ছবি: বিশ্বরূপ বসাক

অনির্বাণ রায়
শিলিগুড়ি শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৬ ০২:৪০
Share: Save:

স্বর্গ থেকে দেবতাদের বিতাড়িত করা শুম্ভ নিশুম্ভ-ই শুধু অসুর নয়। গাছ কেটে যারা সবুজ ধ্বংস করে তারা-ও অসুর। সন্তান্তসন্ততি-বাহনদের নিয়ে সেই অসুর বিনাশে উদ্যত হয়েছেন দেবী দুর্গা।

শিলিগুড়ির চম্পাসারির উত্তর মাল্লাগুড়ির সর্বজনীনের পুজো-য় এবার থিম সবুজায়ন। প্রায় বারো হাজার বর্গফুটের মণ্ডপ। ভিতরে হাজারদুয়েক টব। মণ্ডপের বিভিন্ন স্তম্ভে অর্কিড জড়িয়ে রয়েছে। মাঝে একটি অতিকায় ফোয়ারা। মণ্ডপ তৈরিও হবে নানা ফুলের বীজ থেকে। উদ্যোক্তাদের দাবি, পুরো মণ্ডপটাই যেন ফুলের বাড়ি। কাল্পনিক রাজপ্রাসাদের আদলে তৈরি মণ্ডপটির নাম রাখা হয়েছে ‘গুলমহল।’

উর্দুতে ‘গুল’ অর্থ ফুল। ফুল দিয়ে সাজানো মণ্ডপের দেওয়াল, ফুল ছড়ানো মেঝে, ঢোকা-বের হওয়ার পথ ফুল বিছানো, ফুলের টব সার দিয়ে রাখা মণ্ডপ জুড়ে। বালুরঘাট থেকে মৃৎশিল্পীরা এসেছেন মাস দুয়েক আগে। প্রতিমা প্রায় ৬৫ ফুট চওড়া, দেবী দুর্গার উচ্চতা ৩৫ ফুট।

সবুজায়ন থিমে অবশ্য পৌরাণিক দেবীমূতির কিছুটা বদল এসেছে। অসুর হাতে উদ্যত অস্ত্র রয়েছে, তবে তা দেবীর দিকে মুখ করা নয়। টবে থাকা একটি সূর্যমুখী ফুলের গাছকে কাটতে খড়গ তুলে ধরেছিল অসুর। তখনই যেন ফুলের পাপড়ি ভেদ করে বেরিয়ে এসেছেন দেবী দুর্গা। ত্রিশূলে বিদ্ধ করেছেন সবুজঘাতী অসুরকে। একটি দু’টি নয়, আশেপাশে রয়েছে ৯ অসুরের দল। তারা কেউ গাছ কাটছে, কেউ বা ফুল ছিঁড়ে ফেলছে। সকলকেই বিদ্ধ করেছে দেবীর অস্ত্র। কোনও অসুরকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছে সাপ, কোনও অসুরকে ডানার ঝাপটা মেরে কাহিল করেছে রাজহাস।

বালুরঘাটের মৃৎশিল্পী মধুসূদন দাস বলেন, ‘‘প্রতিমা দেখলেই বোঝা যাবে এখানে দেব-অসুরের বিবাদের কারণ একটাই, গাছ কাটা রোখা। অসুররা সবুজ ধ্বংস করতে চায়, দেবী তাতে বাধ সেধেছেন। আমাদের চারপাশে এটাই এখন প্রয়োজনীয়।’’

পুজোর প্রস্তুতিতে সমস্যা তৈরি করেছে বৃষ্টি। সোমবার সকালে বৃষ্টির পরে দুপুরের পরে কড়া রোদ ওঠে শিলিগুড়িতে। পুজো কমিটির মুখপাত্র স্মরজিৎঘোষ বলেন, ‘‘আবহাওয়া যেন অস্থির হয়ে পড়েছে। যে ভাবে সবুজ নষ্ট এবং ধ্বংস চলছে তাতেই এই পরিণত। সে কারণেই এবারে পরিবেশ রক্ষাই আমাদের থিম।’’

পেল্লায় মণ্ডপ, দর্শনার্থীদের ভিড় উপচে পড়বে বলে দাবি উদ্যোক্তাদের। ভিড়ে যাতে মণ্ডপের ভিতরে তাপমাত্রার ভারসাম্য যাতে বিগড়ে মা যায় সে কারণে বেশি কিছু ‘কুলার’ মেশিনও বসানো হচ্ছে। এও সবুজ নির্বিচারে সবুজ ধ্বংসের পরিণতি বলেই দাবি উদ্যোক্তাদের। অক্টোবরের দ্বিতীয় সপ্তাহেও তাপমাত্রা স্বাভাবিক রাখতে কৃত্রিম উপায় লাগছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

durgapuja theme Green
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE