Advertisement
১৯ এপ্রিল ২০২৪

ধৃত অ্যাসিড হামলাকারী

এক তরুণীকে অ্যাসিড হামলার অভিযোগে তাঁর স্বামী মেহবুব আলমকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে গোয়ালপোখর থানার দক্ষিণদুয়ারী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ওই তরুণীর শ্বশুর আব্দুল জলিলকেও গ্রেফতার করা হয়েছে।

ধৃত মেহবুব আলম। নিজস্ব চিত্র

ধৃত মেহবুব আলম। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
গোয়ালপোখর শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৮ ০২:৩১
Share: Save:

এক তরুণীকে অ্যাসিড হামলার অভিযোগে তাঁর স্বামী মেহবুব আলমকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে গোয়ালপোখর থানার দক্ষিণদুয়ারী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ওই তরুণীর শ্বশুর আব্দুল জলিলকেও গ্রেফতার করা হয়েছে।

গত ২৭ জুন উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার কামারপুর গ্রামে স্ত্রীকে অ্যাসিড ছুড়ে পালিয়ে যায় মেহবুব। এই ঘটনায় মোট তিনজনের বিরুদ্ধে গোয়ালপোখর থানায় অভিযোগ দায়ের হয়। উত্তর দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার কার্তিকচন্দ্র মণ্ডল সোমবার বলেন, ‘‘অ্যাসিড হামলায় মুল অভিযুক্ত আক্রান্ত তরুণীর স্বামী মেহবুব আলমকে ইসলামপুর আদালতে তোলা হয়। আদালত থেকে ধৃতকে তিনদিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কেন এই হামলা, অভিযুক্ত কোথা থেকে অ্যাসিড পেল তা জেরা করা হবে।’’ জানা গিয়েছে, জলিলকেও আদালতে তোলা হয়। তার ১৪ দিনের জেল হেফাজত হয়েছে।

তবে ঘটনার আড়াই মাস পরেও আক্রান্ত তরুণী সরকারি ক্ষতিপূরণ পাননি। পরিবারের তরফে জেলা প্রশাসনের কাছে ক্ষতিপূরণের জন্য আবেদন করা হলেও স্থানীয় প্রশাসনের গাফিলতির জেরে তা উপযুক্ত জায়গায় সময়ে পৌঁছয়নি বলে অভিযোগ। মামলাটি ধামাচাপা দেওয়ার জন্য স্থানীয় প্রশাসন ও পুলিশকে প্রভাবিত করার অভিযোগ উঠেছে এলাকার এক প্রভাবশালী নেতার বিরুদ্ধে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, দু’বছর আগে পাশের গ্রামের পেশায় রংমিস্ত্রি মেহবুবের সঙ্গে বিয়ে হয়েছিল ওই তরুণীর। বিয়ের পর থেকেই অতিরিক্ত পণের দাবিতে শ্বশুরবাড়ির লোকজন তাঁর উপরে অত্যাচার চালাত বলে অভিযোগ। অত্যাচার সহ্য করতে না পেরে বাপের বাড়িতে চলে যান তরুণী। রাতের অন্ধকারে শ্বশুরবাড়িতে ঢুকে স্ত্রীর মুখে অ্যাসিড ঢেলে পালিয়ে যায় স্বামী মেহবুব। আক্রান্ত তরুণীর বাবা প্রথমে কিসানগঞ্জ, পরে ভাগলপুরে চিকিৎসা করান। তাতে ক্ষত পুরোপুরি সারেনি। তরুণীর বাবা জানান, বাড়িতে যা জমা টাকা ছিল চিকিৎসা করাতে গিয়ে সব ফুরিয়েছে। এখন বাড়িতেই বিনা চিকিৎসায় পড়ে রয়েছেন ওই তরুণী। ইসলামপুরের মহকুমাশাসক মণীশ মিশ্র বলেন, ‘‘আক্রান্ত তরুণী দ্রুত যাতে ক্ষতিপূরণ পান সে বিষয়ে উদ্যোগী হয়েছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Acid Attack Arrested
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE