Advertisement
১৮ এপ্রিল ২০২৪

‘ধ্যান’ ভেঙে নামলেন বালকু

চুয়াপাড়া চা বাগানে ওই জলের ট্যাঙ্কটি রয়েছে৷ শনিবার সকালে আচমকা সেই ট্যাঙ্কের উপরে বছর চল্লিশের বালকুকে দেখতে পান স্থানীয় মানুষজন৷ সঙ্গে সঙ্গে গোটা এলাকায় হইচই পড়ে যায়৷

মাটিতে: বালকু মাহালি

মাটিতে: বালকু মাহালি

নিজস্ব সংবাদদাতা
কালচিনি শেষ আপডেট: ১২ নভেম্বর ২০১৮ ০৭:১০
Share: Save:

অবশেষে ‘ধ্যান’ ভাঙল বালকু মাহালির৷ রবিবার ভোরে নিজেই ৮০ ফুট উচু জলের ট্যাঙ্ক থেকে নেমে এলেন তিনি৷ সঙ্গে সঙ্গে তাঁকে ধরে কালচিনি থানায় নিয়ে যান চুয়াপাড়া চা বাগানের কর্মীরা৷ সেখান থেকে তাঁকে বাড়িতে নিয়ে যান তাঁর পরিবারের লোকেরা৷

চুয়াপাড়া চা বাগানে ওই জলের ট্যাঙ্কটি রয়েছে৷ শনিবার সকালে আচমকা সেই ট্যাঙ্কের উপরে বছর চল্লিশের বালকুকে দেখতে পান স্থানীয় মানুষজন৷ সঙ্গে সঙ্গে গোটা এলাকায় হইচই পড়ে যায়৷ খবর পেয়ে দমকল ও পুলিশ ছুটে যায় সেখানে৷ জলের ট্যাঙ্কে উঠে বালকুকে নামানোর চেষ্টাও করেন দমকল কর্মীরা৷ কিন্তু তাঁর কাছাকাছি যেতেই, একটি গজাল হাতে নিয়ে দমকল কর্মীদের ভয় দেখাতে শুরু করেন তিনি৷ সেই সঙ্গে তাঁকে নামানোর চেষ্টা করা হলে, তিনি আত্মহত্যা করবেন বলেও জানান। বাধ্য হয়ে নেমে আসতে হয় দমকলকর্মীদের৷

স্থানীয়দের সঙ্গে কথা বলে পুলিশ ও প্রশাসনের কর্তারা জানতে পারেন, মানসিক ভারসাম্যহীন বালকু ‘ধ্যান’ করতে জলের ট্যাঙ্কে উঠেছেন। এক আত্মীয় তাঁকে মাঝে মধ্যে তুলসিপাতা ভেজানো জল দিয়ে আসছিলেন৷ ধ্যানের মাঝে সেটাই কেবল খাচ্ছিলেন বালকু। কিন্তু টানা কয়েক ঘণ্টার চেষ্টাতেও শনিবার, ট্যাঙ্কের মাথায় বসা বালকুর ধ্যান ভাঙানো যায়নি। তাঁকে নীচে না নামিয়েই, সেখান থেকে ফিরতে হয় পুলিশ ও দমকলকে।

তবে বালকুর উপর নজরদারি চলছিল৷ রবিবার ভোর বেলায় আচমকাই একবার ট্যাঙ্ক থেকে নেমে আসেন বালকু৷ সঙ্গে সঙ্গে বাগানের চৌকিদার তাঁকে ধরে ফেলেন৷ স্থানীয়রাও সেখানে ছুটে যান৷ এর পর তাঁরা বালকুকে ধরে কালচিনি থানায় নিয়ে যান৷ থানার বাইরে চুপ করে বসে থাকেন বালকু৷ কেন ট্যাঙ্কে উঠেছিলেন জানতে চাইতেই তাঁর উত্তর, “ভগবানের সঙ্গে কথা বলতেই ওখানে গিয়েছিলাম৷ ভগবানই চেয়েছিলেন আমি ট্যাঙ্কের উপরে উঠে কথা বলি৷ ভগবানের আশীর্বাদেই সব হয়েছে৷” তাঁর স্ত্রী চন্দ্রিকা মাহালি বলেন, “প্রায় দশ বছর ধরে উনি কিছুটা মানসিক ভারসাম্যহীন৷ চিকিৎসার পর মাঝে কিছুদিন ভাল ছিলেন৷ তারপর আবার একই অবস্থা৷” কালচিনির বিডিও ভূষণ শেরপা বলেন, “উনি নিজে থেকে নেমে আসায় ভাল হয়েছে৷’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Water Tank Meditation
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE