Advertisement
২৩ এপ্রিল ২০২৪

ভোট ঘোষণার সকালেই শেষ মুহূর্তে জোড়া শিলান্যাস মৌসমের 

লোকসভা ভোট ঘোষণা হল রবিবার বিকেলে। নির্বাচনী আচরণবিধি এড়াতে তার আগে এ দিন সকালেই তড়িঘড়ি একটি সেতু ও একটি ছাত্রী আবাসের শিলান্যাস করে দিলেন উত্তর মালদহের সাংসদ মৌসম নুর। 

ভিত্তি: ছাত্রী আবাসের শিলান্যাস করছেন মৌসম নুর। নিজস্ব চিত্র

ভিত্তি: ছাত্রী আবাসের শিলান্যাস করছেন মৌসম নুর। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা 
গাজল শেষ আপডেট: ১১ মার্চ ২০১৯ ০৫:২১
Share: Save:

লোকসভা ভোট ঘোষণা হল রবিবার বিকেলে। নির্বাচনী আচরণবিধি এড়াতে তার আগে এ দিন সকালেই তড়িঘড়ি একটি সেতু ও একটি ছাত্রী আবাসের শিলান্যাস করে দিলেন উত্তর মালদহের সাংসদ মৌসম নুর।

এদিন সকাল ১০টা নাগাদ গাজলের হাতিমারি হাইস্কুলে একটি ছাত্রী আবাসের শিলান্যাস হল। স্কুল সূত্রে জানা গিয়েছে, সমগ্র শিক্ষা মিশনের তরফ ১ কোটি ২৫ লক্ষ টাকায় ১০০ শয্যার ওই আবাসটি তৈরি হবে। এ দিন এই আবাসটি তৈরির কাজও শুরু করা হয়। এর পরেই মৌসম গাজলের আলাল গ্রাম পঞ্চায়েতে সুরমণি ঘাটে মহানন্দার শাখা সুরমণি নদীর উপর প্রস্তাবিত একটি সেতুরও শিলান্যাস করেন। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, চতুর্দশ অর্থ কমিশনের তরফে তিন কোটি টাকা খরচে সেতুটি নির্মিত হবে। সেখানেও এ দিন কাজ শুরু হয়েছে।

এর পরেই এ দিন দুপুরে গাজলের একটি লজে ভোটের প্রস্তুতি সভায় যোগ দেন মৌসম। সভায় গাজল ব্লক তৃণমূলের কমিটির ৪২ জন সদস্য, ব্লকে দলের দখলে থাকা গ্রাম পঞ্চায়েতগুলির প্রধান ও উপপ্রধান, পঞ্চায়েত সমিতির দলীয় সদস্য, দলের ব্লক পর্যবেক্ষক সৌমিত্র রায় প্রমুখ ছিলেন। দলীয় সূত্রে জানা গিয়েছে, ব্লক জুড়ে কীভাবে প্রার্থীর সমর্থনে প্রচার হবে সেই বিষয়টি এ দিন আলোচনা হয়েছে সভায়। বিকেলে একই ধরনের সভা হয়েছে রতুয়া-১ ব্লকের রতুয়া বেসিক প্রাইমারি স্কুলে। সেখানেও দলীয় গ্রাম পঞ্চায়েত প্রধান, উপপ্রধান পঞ্চায়েত সমিতির সদস্য, দলীয় অঞ্চল ও ব্লক কমিটির নেতৃত্ব, দলীয় ব্লক পর্যবেক্ষক নির্মল কর্মকার প্রমুখ উপস্থিত ছিলেন। মৌসম বলেন, ‘‘উত্তর মালদহ জুড়ে ভোটের প্রচার জোরদার করতেই গাজল ও রতুয়া-১ ব্লকের দলীয় নেতৃত্বদের নিয়ে সভা করা হয়েছে।’’

লোকসভা ভোট যখন-তখন ঘোষণা হতে পারে এই আশঙ্কায় জেলা জুড়ে শিলান্যাসের হিড়িক পড়ে গিয়েছিল। শুক্রবারই জেলা পরিষদের বাজেট সভা থেকে ৭৬ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করা হয়। শিলান্যাস করেন তৃণমূল পরিচালিত মালদহ জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE