Advertisement
১৬ এপ্রিল ২০২৪

মুকুল আসেননি কেন, ক্ষুব্ধ কর্মীরা

কর্মীদের এই ক্ষোভ কমাতে মোবাইল ফোনের সাহায্যে বার্তা দেওয়ার চেষ্টা করেছিলেন দলের নেতারা৷ কিন্তু নেতাদের আর্জি জানানো সত্বেও কর্মীরা সভাস্থল ছেড়ে চলে যাওয়ায় শেষ পর্যন্ত সেটাও আর হয়নি৷

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ১৬ মার্চ ২০১৮ ০২:৪৬
Share: Save:

ধূপগুড়ির পুনরাবৃত্তি ময়নাগুড়িতে৷ ঘণ্টার পর ঘণ্টা ধর্মশালার হলঘরে অপেক্ষা করেছিলেন বিজেপি কর্মীরা৷ অথচ, তারপরও বাতিল হয়ে গেল মুকুল রায়ের সভা৷ যার জেরে ক্ষোভ ছড়াল দলের কর্মীদের মধ্যে৷

কর্মীদের এই ক্ষোভ কমাতে মোবাইল ফোনের সাহায্যে বার্তা দেওয়ার চেষ্টা করেছিলেন দলের নেতারা৷ কিন্তু নেতাদের আর্জি জানানো সত্বেও কর্মীরা সভাস্থল ছেড়ে চলে যাওয়ায় শেষ পর্যন্ত সেটাও আর হয়নি৷

গত ডিসেম্বর মাসের শেষে ধূপগুড়ির গয়েরকাটা বাস স্ট্যান্ডের কাছে একটি ভবনে সভা করার কথা ছিল মুকুল রায়ের৷ দুপুর থেকেই সেই ভবনে উপস্থিত ছিলেন দলের কর্মীরা৷ কিন্তু রাত প্রায় দশটা নাগাদ এলাকায় উপস্থিত হয়ে ভবনের বাইরে রাস্তায় একটি পথসভায় কয়েক মিনিট বক্তব্য রেখেই চলে যান তিনি৷ যার জেরে কর্মীদের ক্ষোভে রীতিমত বিশৃঙ্খলা সৃষ্টি হয় সেখানে৷ বৃহস্পতিবার ময়নাগুড়িতে বিশৃঙ্খলা না হলেও শেষ মুহূর্তে মুকুল রায় সভায় যোগ না দেওয়ায় বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়৷

বিজেপি সূত্রের খবর, এ দিন দুপুর তিনটে নাগাদ ধর্মশালায় ওই সভায় মুকুল রায়ের যোগ দেওয়ার কথা ছিল৷ তার অনেক আগে থেকেই ময়নাগুড়ি বিধানসভা এলাকার কর্মীরা সেখানে উপস্থিত হন৷ জোরপাকড়ি এলাকায় তৃণমূলের হাতে ‘আক্রান্ত’ কর্মীরাও মুকুল রায়ের সঙ্গে কথা বলতে সেখানে উপস্থিত হয়েছিলেন৷ সভা তিনটাতেই শুরু হয়৷ সভা চলাকালীন একটু পর পর ঘোষনা করা হয়, মুকুল রায় কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবেন৷ কিন্তু সাড়ে ছ’টা নাগাদ দলের জেলা সম্পাদক অনুপ পাল ঘোষণা করেন, সারাদিনে বেশ কিছু সভায় যোগ দিয়ে মুকুলবাবু ময়নাগুড়ির সভায় যোগ দিতে আসছিলেন৷ কিন্তু চার লেনের রাস্তার কাজের জন্য বারবার তার গাড়িকে যানজটে পড়তে হয়৷ রাতে নিউ জলপাইগুড়ি থেকে কলকাতায় ফেরার ট্রেন ধরার তাড়া র‍য়েছে৷ তাই মুকুলবাবু আসছেন না৷

এই ঘোষণার পরেই ক্ষোভ ছড়ায় সভায় উপস্থিত কর্মীদের মধ্যে৷ যা আঁচ করতে পেরে মোবাইল ফোনের সাহায্যে মুকুলবাবুকে দিয়ে কিছু বার্তা দেওয়াতে চান নেতারা৷ কিন্তু নেতারা তা ঘোষণা করলেও ক্ষুব্ধ কর্মীরা সভাস্থলে না থেকে বেরিয়ে যান৷

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mukul Roy মুকুল রায় BJP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE