Advertisement
১৯ এপ্রিল ২০২৪

স্বনির্ভর গোষ্ঠী নিয়ে বিতর্কে পুরপ্রধানও

স্বনির্ভর গোষ্ঠী গঠন নিয়ে খোদ জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান মোহন বসুর বিরুদ্ধে এ বার নিয়ম ভাঙার অভিযোগ উঠল৷ অভিযোগ, তাঁর নির্দেশেই সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে জলপাইগুড়ির ২৪ নম্বর ওয়ার্ডে তিনটি মহিলা স্বনির্ভর গোষ্ঠী গঠনের কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে৷

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০১৭ ০২:৪২
Share: Save:

স্বনির্ভর গোষ্ঠী গঠন নিয়ে খোদ জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান মোহন বসুর বিরুদ্ধে এ বার নিয়ম ভাঙার অভিযোগ উঠল৷ অভিযোগ, তাঁর নির্দেশেই সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে জলপাইগুড়ির ২৪ নম্বর ওয়ার্ডে তিনটি মহিলা স্বনির্ভর গোষ্ঠী গঠনের কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে৷ বিষয়টি নিয়ে ইতিমধ্যেই প্রশাসনের কর্তাদের কাছে চেয়ারম্যানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই ওয়ার্ডের কাউন্সিলর৷ অভিযোগ মানতে চাননি চেয়ারম্যান৷

জলপাইগুড়ি পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কংগ্রেসের অম্লান মুন্সির অভিযোগ, সরকারি নির্দেশে গোটা রাজ্যেই মহিলাদের স্বনির্ভর করতে গোষ্ঠী তৈরি হচ্ছে৷ যে গোষ্ঠীগুলির উন্নয়নে সরকার প্রচুর অর্থও ব্যয় করছে৷ অথচ, সেই গোষ্ঠী গঠনেই জলপাইগুড়ি শহরে অনিয়ম করছেন খোদ পুরসভার চেয়ারম্যান নিজেই৷ অম্লানবাবুর কথায়, সরকারি নির্দেশে পুর এলাকায় এই গোষ্ঠী গঠনের প্রাথমিক শর্তই হল—মহিলারা প্রথমে একটি কমিটি গঠন করবেন৷ তারপর সেই ওয়ার্ডের কাউন্সিলরের অনুমোদন নেওয়ার পর পুরসভার আধিকারিকরা পরবর্তী প্রক্রিয়া গ্রহণ করবেন৷

কিন্তু ২৪ নম্বর ওয়ার্ডের এই কাউন্সিলরের অভিযোগ, তার ওয়ার্ডে তিনটি স্বনির্ভর গোষ্ঠী গঠনের ক্ষেত্রে সেই নিয়মকে বুড়ো আঙুল দেখানো হয়েছে৷ অম্লানবাবুর অভিযোগ, তাকে সম্পূর্ণ অন্ধকারে রেখে চেয়ারম্যান নিজে সেই নির্দেশ দিয়েছেন৷ এবং তার সেই নির্দেশে ইতিমধ্যেই তিনটি স্বনির্ভর গোষ্ঠী তৈরির প্রক্রিয়া প্রায় শেষ৷ অম্লানবাবুর অভিযোগ, এ ভাবে স্বনির্ভর গোষ্ঠী গঠনের মূল উদ্দেশ্য যে সরকারি অর্থের অপব্যবহার ও দুর্নীতি থেকে তা স্পষ্ট৷ ইতিমধ্যেই জলপাইগুড়ির মহকুমা প্রশাসনের কাছে এ ব্যাপারে একটি লিখিত অভিযোগও জানিয়েছে তিনি৷

মোহনবাবু পাল্টা বলেন, সরকারি কোনও নিয়মে বলা এমন বলা নেই যে, কোন ওয়ার্ডে স্বনির্ভর গোষ্ঠী তৈরির ক্ষেত্রে সেই ওয়ার্ডের কাউন্সিলরের অনুমোদন বা সুপারিশের প্রয়োজন রয়েছে৷ তা সত্ত্বেও ২৪ নম্বর ওয়ার্ডের কিছু মহিলা স্বনির্ভর গোষ্ঠী তৈরি করার লক্ষ্যে কাউন্সিলরের কাছে যান৷ কিন্তু কাউন্সিলর তাঁদের কোনও সহযোগিতা করেননি৷ তাই বাধ্য হয়ে পুরসভার কাছে তারা আসেন৷ এই দাবি মানতে চাননি কাউন্সিলর৷

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Self Help Group
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE