Advertisement
১৯ এপ্রিল ২০২৪

আসতে  পারেন মোদীও

‘গণতন্ত্র বাঁচাও রথযাত্রা’য় উত্তরবঙ্গ জুড়ে দলের কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বকে নামাতে চাইছে বিজেপি।

নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র।

নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৮ ০৫:৩৭
Share: Save:

‘গণতন্ত্র বাঁচাও রথযাত্রা’য় উত্তরবঙ্গ জুড়ে দলের কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বকে নামাতে চাইছে বিজেপি। পাশাপাশি বিজেপি নেতাদের তরফে দাবি করা হয়েছে, উত্তরবঙ্গে সফরে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও উত্তরবঙ্গে আসতে পারেন বলে রাজ্য বিজেপির তরফে দাবি করা হয়েছে।

দলীয় সূত্রের খবর, ১৬ ডিসেম্বর শিলিগুড়িতে একটি সভা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি নেতাদের দাবি, সব কিছু ঠিক থাকলে হয়তো আগামী দু-এক দিনের মধ্যে মোদীর সফর নিয়ে সিদ্ধান্ত হতে পারে। শীর্ষ নেতৃত্বের সবুজ সঙ্কেত পেলে সভার জায়গা বাছা হতে পারে। বিজেপির একটি সূত্রের দাবি, রেলের ময়দানে মোদীর সভা হতে পারে।

আসন্ন লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের বেশ কয়েকটি আসনকে পাখির চোখ করেছেন বিজেপি নেতৃত্ব। তাঁদের নজরে কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দার্জিলিংয়ের লোকসভা আসন রয়েছে। তাই উত্তরবঙ্গে আরও একবার ‘মোদী হাওয়া’ তুলতে চাইছেন দলের নেতারা। আজ, মঙ্গলবার বিজেপির পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় ও দলের রাজ্য নেতারা কোচবিহারে আসছেন। সেখানে রথযাত্রার কর্মসূচি ছাড়াও প্রধানমন্ত্রীর সভা নিয়ে আলোচনা হতে পারে বলে দলীয় সূত্রে খবর।

৭ ডিসেম্বর কোচবিহার থেকে রথযাত্রা সূচনা করার কথা অমিত শাহের। উত্তরবঙ্গে সংগঠন বাড়াতে বিজেপিশাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের আনার ভাবনাও রয়েছে দলের। আগের লোকসভা ভোটেও উত্তরবঙ্গে সভা করেছিলেন নরেন্দ্র মোদী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rathayatra BJP Narendra Modi Yogi Adityanath
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE