Advertisement
২৪ এপ্রিল ২০২৪
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়

অনলাইনে ভর্তি সব কলেজে

উত্তরবঙ্গের সব কলেজেই এ বার অন লাইনের মাধ্যমে ছাত্রছাত্রীদের ভর্তির ব্যবস্থা চালু হচ্ছে। আগামী কয়েক দিনের মধ্যেই কলেজগুলিতে ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে। মালদহ থেকে উত্তর দিনাজপুর, শিলিগুড়ি থেকে কোচবিহার উত্তরবঙ্গের প্রায় সমস্ত কলেজেই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন ছাত্রছাত্রীরা।

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ২৪ মে ২০১৬ ০১:৩৩
Share: Save:

উত্তরবঙ্গের সব কলেজেই এ বার অন লাইনের মাধ্যমে ছাত্রছাত্রীদের ভর্তির ব্যবস্থা চালু হচ্ছে। আগামী কয়েক দিনের মধ্যেই কলেজগুলিতে ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে। মালদহ থেকে উত্তর দিনাজপুর, শিলিগুড়ি থেকে কোচবিহার উত্তরবঙ্গের প্রায় সমস্ত কলেজেই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন ছাত্রছাত্রীরা।

স্ট্রংরুম ও গণনা কেন্দ্র হওয়ায় বেশ কিছু কলেজ বন্ধ রাখতে হয়েছিল। এইসব কলেজে অন লাইনে ভর্তির প্রক্রিয়া শুরু করতে তোড়জোড় শুরু হয়েছে। অতীতে ভর্তির প্রক্রিয়া নিয়ে অনেক সময়ই নানা অনিয়মের অভিযোগ উঠেছে। অন লাইন ব্যবস্থায় সে সব ঠেকানো সম্ভব হবে বলেই অনেকে মনে করছেন।

গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা অধিকাংশ কলেজে ২৬ মে থেকে অন লাইনে ভর্তির প্রক্রিয়া শুরু হচ্ছে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজগুলির অধিকাংশেই তা শুরু হচ্ছে ২৭ মে থেকে। দার্জিলিঙের সাউথ ফিল্ড কলেজে ২০ মে থেকেই অন লাইনে ফর্ম দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলিতে স্নাতক স্তরে অর্নাসে মোট আসন সংখ্যা রয়েছে প্রায় ১১ হাজার। আর পাশ কোর্সের ক্ষেত্রে আসন সংখ্যা ৩৯ হাজার। আগামী ২৬ তারিখ থেকে ৫ জুন মধ্যরাত পর্যন্ত ছাত্র ছাত্রীরা স্নাতক স্তরের ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

ভর্তি প্রক্রিয়া নিয়ে মঙ্গলবার বৈঠক ডেকেছে শিলিগুড়ি কলেজ কর্তৃপক্ষ। তবে তারা জানিয়েছেন, ৩০ মে থেকে অন লাইনে ভর্তির প্রক্রিয়া চালু করতে চাইছেন তাঁরা। আবেদনকারী প্রার্থীদের মেধা তালিকা প্রকাশ, ভর্তির প্রক্রিয়া কবে কী হবে তা নিয়ে এ দিনের বৈঠকে সব কিছু ঠিক করা হবে বলে জানান ভারপ্রাপ্ত অধ্যক্ষ উজ্জ্বল সরকার।

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে অন্তত ৪৭ টি কলেজ রয়েছে। অনার্স বা পাসকোর্সে বিভিন্ন বিষয় নিয়ে পড়ার সুযোগ রয়েছে কলেজগুলিতে। কিন্তু কিছু কলেজে আসন সংখ্যার চেয়েও আবেদনকারীর সংখ্যা বেশি হওয়ায় বাড়তি চাপ তৈরি হয়। গত বছর শিলিগুড়ি কলেজ, বাগডোগরা কলেজ, নকশালবাড়ি কলেজের মতো বিভিন্ন কলেজে শেষ পর্যন্ত বাড়তি ছাত্রছাত্রী ভর্তিও নিতে হয়েছিল। এ বার কলেজগুলিতে আসন বাড়লেও তাতে কতটা সুরাহা হবে তা নিয়ে চিন্তিত অনেক কলেজ কর্তৃপক্ষ।

বাগডোগরা কলেজের অধ্যক্ষ শুভাশিস মিত্র বলেন, ‘‘এ বছর পাস কোর্সে আসন সংখ্যা কিছুটা বাড়ানো হয়েছে। তার পরেও আমাদের কলেজে ছাত্রছাত্রী ভর্তির চাপ মারাত্মক। ছাত্র সংগঠনগুলিও এ ব্যাপারে চাপ সৃষ্টি করে। তাই চিন্তা থাকেই।’’

গত বছর থেকে অন লাইন ব্যবস্থা চালু হয়েছে বিভিন্ন কলেজগুলিতে। কিন্তু প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীদের অনেকেই ওই ব্যবস্থায় অভ্যস্ত নয় বলে তাদের অনেকেরই সমস্যায় পড়তে হয়েছিল। তবে বিভিন্ন কলেজ কর্তৃপক্ষ এবং ছাত্র সংগঠনগুলি এগিয়ে আসায় সমস্যা অনেকটাই মেটানো সম্ভব হয়। অনেক ক্ষেত্রে ভর্তির সময়সীমা বাড়ানো হয়েছে। অন লাইন ব্যবস্থায় ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা অন লাইন ব্যাঙ্কিং ব্যবস্থায় ভর্তির ফিও জমা করতে পারবেন ছাত্রছাত্রীরা। তাতে কারও সমস্যা হলে অন লাইনে চালান বার করে নির্দিষ্ট ব্যাঙ্কে গিয়ে ফি জমা দেওয়ার ব্যবস্থাও থাকছে।

ভর্তির প্রক্রিয়া শেষ করে অগস্টের প্রথম সপ্তাহের মধ্যেই পড়াশোনা শুরুর পরিকল্পনা নেওয়া হয়েছে। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোপালচন্দ্র মিশ্র বলেন, ‘‘গত বছর থেকেই আমাদের একাধিক কলেজে অনলাইনের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। তবে বেশ কিছু কলেজে অনলাইনের মাধ্যমে ভর্তি নেওয়া সম্ভব হয়নি। এবার সমস্ত কলেজেই অনলাইনের মাধ্যমে ভর্তি নেওয়া হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Online admission Collage
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE