Advertisement
১৯ এপ্রিল ২০২৪

অমিতের সভার জন্য কর্মীর জমি

আজ, বৃহস্পতিবার সকালে সভাস্থল পরিদর্শন করতে যাবেন বিজেপির রাজ্য নেতৃত্ব। বিজেপির এক নেতা বলেন, পুলিশের কাছে অনুমতি চেয়ে চিঠি পাঠানো হয়েছে।

অমিত শাহের সভার জন্য বেছে নেওয়া হয়েছে চাষের জমি। —ফাইল চিত্র

অমিত শাহের সভার জন্য বেছে নেওয়া হয়েছে চাষের জমি। —ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা
মালদহ শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০১৯ ০৫:৩৫
Share: Save:

এ বার মালদহেও ‘কোচবিহার মডেল’।

বিজেপির রথযাত্রা উপলক্ষে কোচবিহারে যখন সভা হওয়ার কথা ছিল, সেখানকার এক কর্মীর চাষের জমিই বেছে নিয়েছিলেন স্থানীয় নেতৃত্ব। জেলা নেতৃত্বের অভিযোগ, সেই সময়ে কোচবিহার শহরে কোনও মাঠ দিতে চায়নি সংশ্লিষ্ট জেলা প্রশাসন (কোচবিহার প্রশাসনের অবশ্য দাবি, রাসমেলার সময়ে মাঠ পাওয়া কঠিন)। তাই কর্মীর জমিতে সভার মঞ্চ বেঁধেই সব দিক সামাল দিতে চেয়েছিল দল।

সে যাত্রা অমিত শাহ আসেননি। কিন্তু এ বারে হঠাৎই বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ঘোষণা করেছেন, শিগগিরি পশ্চিমবঙ্গে আসছেন দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। আগামী ২০ জানুয়ারি মালদহে জনসভা দিয়ে তিনি সফর শুরু করবেন। যদিও গভীর রাতে খবর, সোয়াইন ফ্লু হওয়ায় এ দিনই অমিতকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। ফলে তাঁর এ বারের পশ্চিমবঙ্গ সফর নির্দিষ্ট দিনে শুরু হবে কিনা, তাই নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। যদিও মালদহ জেলা বিজেপি পুরোদস্তুর তৈরি থাকতে চাইছে। এ দিন সন্ধ্যায় জরুরি ভিত্তিতে বৈঠক ডেকে মাঠ নিয়ে সিদ্ধান্ত নেন জেলা বিজেপি নেতৃত্ব। এত দ্রুত প্রশাসন মাঠ দিতে চাইবে কিনা, তাই নিয়েও সংশয় ছিল তাঁদের। রেলের জমিতে সভা করা যায় কিনা, সেই প্রস্তাবও এসেছিল। দলের একাংশের বক্তব্য, রেলের ক্ষেত্রে অনুমতি হয়তো মিলে যাবে। কিন্তু তাতেও কিছুটা সময় লাগবে। বরং ‘কোচবিহার মডেল’ মেনে কোনও দলীয় কর্মীর জমিতে সভা হলে বৃহস্পতিবার থেকেই প্রস্তুতি নেওয়া যাবে।

বিজেপি সূত্রে জানা গিয়েছে, সেই মতো পুরাতন মালদহের সাহাপুরে জাতীয় সড়কের ধারে এক কর্মীর চাষের ৪০ বিঘা জমি বেছে নেওয়া হয়েছে অমিত শাহের সভার জন্য। আজ, বৃহস্পতিবার সকালে সভাস্থল পরিদর্শন করতে যাবেন বিজেপির রাজ্য নেতৃত্ব। বিজেপির এক নেতা বলেন, পুলিশের কাছে অনুমতি চেয়ে চিঠি পাঠানো হয়েছে।

উত্তরবঙ্গে যে শেষ অবধি অমিত আসছেন, এবং তা-ও মালদহে, সেই ঘটনায় জেলা বিজেপির মধ্যে উৎসাহ এখন চরমে। নিজেদের জেলায় তো বটেই, আগামী ক’দিনে দুই দিনাজপুরেও প্রচার শুরু হবে। সেখান থেকেও কর্মীরা আসবেন ২০ তারিখের সভায়। বিজেপির জেলার সাধারণ সম্পাদক গোবিন্দ মণ্ডল বলেন, “ব্লক স্তরেও বার্তা পাঠানো হয়েছে। আমরা সকলেই মুখিয়ে আছি সভার জন্য।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Amit Shah Malda
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE