Advertisement
১৯ এপ্রিল ২০২৪

একুশে পালন পাহাড়-সমতলে

পাহাড় থেকে সমতল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন হল সব জায়গায়।

অমর-একুশে: জলপাইগুড়ির একটি স্কুলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। নিজস্ব চিত্র

অমর-একুশে: জলপাইগুড়ির একটি স্কুলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০১৯ ০৫:৩৯
Share: Save:

পাহাড় থেকে সমতল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন হল সব জায়গায়। দার্জিলিং পাহাড়ে বাংলাদেশ থেকে বেড়াতে আসা পর্যটকরা ভাষা দিবসের স্মরণে হোটেলের লবিতে দাঁড়িয়ে ভাষা দিবসের গান গেয়ে শহিদদের শ্রদ্ধা জানান। ভাষাদিবস উপলক্ষে শিলিগুড়ি শহরে এবং শহরের বাইরেও এ দিন নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শিলিগুড়ি পুরসভার তরফে এ দিন বাঘাযতীন পার্কে ভাষাশহিদ স্মারকে মালা দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় সকালে। তাতে মেয়র অশোক ভট্টাচার্য, মেয়র পারিষদ শঙ্কর ঘোষ ছাড়াও ছিলেন অন্য কাউন্সিলররা। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন যোগ দেয় তাতে। পুরসভার তরফে পুরসম্মান প্রদান করা হয় পুর এলাকার নাগরিকদের।

ওদিকে সম্প্রীতি সংগঠনের তিন দিন ব্যাপী ভাষাদিবসের অনুষ্ঠান এ দিনই শেষ হল।

সূর্যসেন পার্ক থেকে বাঘাযতীন পার্ক পর্যন্ত শহিদদের স্মরণে একটি মশাল মিছিলও করা হয়। তাতে ছিলেন পুরসভার বিরোধী দলনেতা রঞ্জন সরকার ছাড়াও শিলিগুড়ি কলেজ পরিচালন সমিতির সভাপতি জয়ন্ত কর, যুব তৃণমূল সভাপতি বিকাশ সরকার সহ অন্য কাউন্সিলররা। সম্প্রীতির তরফে গত দু’দিন থেকে দীনবন্ধু মঞ্চে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

শহরের বাইরেও এ দিন ভাষাদিবসের অনুষ্ঠান হয়। ঘোষপুকুর কলেজে এদিন ভাষাদিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। একই সঙ্গে একটি এনএসএস ইউনিটও খোলা হয়। উপস্থিত ছিলেন শিলিগুড়ি কলেজের অধ্যাপক বিদ্যাবতী আগরওয়াল, ঘোষপুকুর কলেজের অধ্যক্ষ উমামাজি মুখোপাধ্যায়। পুলওয়ায়মায় নিহত জওয়ানেদর স্মরণে একটি মৌনী মিছিলও করে ছাত্রছাত্রীরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

International Mother Language Day North Bengal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE