Advertisement
২৫ এপ্রিল ২০২৪
চোপড়া

বিষক্রিয়ায় মৃত্যু অন্তঃসত্ত্বা বধূর

বিষক্রিয়ায় এক অন্তঃসত্ত্বা বধূর মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল চোপড়া থানার কালাগছের গুঞ্জুরিয়াগছে। বুধবার সকালে ইসলামপুর হাসপাতালে মৃত্যু হয় ওই বধূর। পুলিশ জানিয়েছে, মৃতের নাম প্রিয়াঙ্কা দাস ঘোষ(২০)।

নিজস্ব সংবাদদাতা
ইসলামপুর শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০১৬ ০১:২৬
Share: Save:

বিষক্রিয়ায় এক অন্তঃসত্ত্বা বধূর মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল চোপড়া থানার কালাগছের গুঞ্জুরিয়াগছে। বুধবার সকালে ইসলামপুর হাসপাতালে মৃত্যু হয় ওই বধূর। পুলিশ জানিয়েছে, মৃতের নাম প্রিয়াঙ্কা দাস ঘোষ(২০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, সোমবার বিকেলে ওই বিষক্রিয়ায় বাড়িতেই অসুস্থ হয়ে পড়েন ওই বধূ। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে প্রথমে চোপড়ার দলুয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। পরে ইসলামপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বুধবার সকালে সেখানেই তাঁর মৃত্যু হয়। ওই বধূ সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে পুলিশ ও পরিবারের লোকেরা জানিয়েছেন। এ দিন এক ডেপুটি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দেহটির সুরতহাল করা হয়।

মৃতের পরিবারের দাবি, চোপড়ার পাগলিগছ এলাকার বাসিন্দা প্রিয়াঙ্কার বিয়ে হয় চোপড়ার বাসিন্দা পেশায় ট্রাক চালক কৃষ্ণ দাসের সঙ্গে। অভিযোগ, বিয়ের পর থেকেই পণের দাবিতে প্রিয়াঙ্কার উপর অত্যাচার চালাতো তার স্বামী। জানা গিয়েছে, পরিবারের লোকজন বহুবার সমস্যা মিটমাটের চেষ্টা করেছিলেন। প্রিয়াঙ্কার পরিবারের লোকেরা জানিয়েছেন. মৃত্যুর খবর পাওয়ার পরেও তার শ্বশুরবাড়ির লোকেরা আসেনি। প্রিয়ঙ্কার স্বামী ও শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন প্রিয়াঙ্কার পরিবারের লোকজন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Pregnant housewife death Poisoning
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE