Advertisement
২৫ এপ্রিল ২০২৪

ভুল রক্তে প্রসূতির মৃত্যুর নালিশ

ভুল রক্ত দেওয়ায় এক প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলা হাসপাতালের ঘটনা। প্রতিবাদে মৃতার আত্মীয়েরা আলিপুরদুয়ার চৌপথীর কাছে বক্সা ফিডার রোড অবরোধ করে বিক্ষোভ দেখান৷ বিক্ষোভ দেখানো হয় হাসপাতালেও৷

নিজস্ব সংবাদদাতা
আলিপুরদুয়ার শেষ আপডেট: ০৪ মে ২০১৮ ১১:৪০
Share: Save:

ভুল রক্ত দেওয়ায় এক প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলা হাসপাতালের ঘটনা। প্রতিবাদে মৃতার আত্মীয়েরা আলিপুরদুয়ার চৌপথীর কাছে বক্সা ফিডার রোড অবরোধ করে বিক্ষোভ দেখান৷ বিক্ষোভ দেখানো হয় হাসপাতালেও৷ কর্তৃপক্ষ তদন্তের নির্দেশ দিলে পরিস্থিতি শান্ত হয়৷ পুলিশের কাছেও অভিযোগ জানায় প্রসূতির পরিবার৷

পুলিশ সূত্রের খবর, কোচবিহারের পুন্ডিবাড়ির ঘরঘরিয়া এলাকার বাসিন্দা গত রবিবার আলিপুরদুয়ার চৌপথীর কাছে একটি বেসরকারি নার্সিংহোমে প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হন রিঙ্কি দাস (২২)৷ রাতে একটি পুত্রসন্তানের জন্ম দেন তিনি৷ তাঁর বাড়ির লোকেরা জানিয়েছেন, সোমবার নার্সিংহোমের তরফে রিঙ্কির জন্য এবি নেগেটিভ রক্ত জোগাড় করতে বলা হয়৷ তাঁরা আলিপুরদুয়ার জেলা হাসপাতালের ব্ল্যাড ব্যাঙ্ক থেকে ওই গ্রুপের রক্ত জোগাড় করেন৷ মৃতার স্বামী সঞ্জয় দাসের অভিযোগ, ‘‘ওই রক্ত আমার স্ত্রীকে দেওয়ার পরেই ওর শারীরিক অবস্থা অবনতি হতে শুরু করে৷ অবস্থা খারাপ হতে থাকায় মঙ্গলবার রিঙ্কিকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালের আইসিইউয়ে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানেও অবস্থার অবনতি হতে থাকায় রাতে ওঁকে কোচবিহারের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করানো হয়৷ বুধবার রাতে সেখানেই মারা যান উনি৷’’

সঞ্জয়বাবু জানান, কোচবিহারের নার্সিংহোমে ছ’বার তাঁর স্ত্রীর রক্তের গ্রুপ পরীক্ষা হয়৷ কিন্তু প্রতিবারই রক্তের গ্রুপ এবি পজিটিভ বেরোয়৷ তাঁর অভিযোগ, ‘‘অথচ নার্সিংহোম থেকে রক্তের নমুনা ও রিকুইজিশন-সহ এবি নেগেটিভ রক্ত জোগাড় করতে বলা হয়েছিল৷ ব্লাড ব্যাঙ্ক থেকেও রক্তের নমুনা পরীক্ষা না করেই এবি নেগেটিভই দেওয়া হয়। ওদের স্ত্রীর মৃত্যু হয়েছে৷’’

ঘটনার প্রতিবাদে এদিন সকাল সাড়ে ১১টা নাগাদ নার্সিংহোমের সামনেই বক্সা ফিডার রোড অবরোধ করে বিক্ষোভ দেখান মৃতার আত্মীয়েরা৷ ঘণ্টাখানেক ধরে বিক্ষোভের পর পুলিশ অবরোধ তোলে৷ তারপর মৃতার আত্মীয়েরা আলিপুরদুয়ার হাসপাতালেও ধর্নায় বসেন৷ হাসপাতাল কর্তৃপক্ষের পাশাপাশি আলিপুরদুয়ার থানাতেও লিখিত অভিযোগ দায়ের করেন তাঁরা৷

অভিযুক্ত ওই বেসরকারি নার্সিংহোমের ডিরেক্টর মানিক সরকার বলেন, ‘‘ নার্সিংহোমে আলাদা করে ওই মহিলার রক্ত পরীক্ষা হয়নি৷ গর্ভবতী থাকাকালীন তাঁর আগের রিপোর্টে উল্লিখিত রক্তের গ্রুপ দেখেই রিকুইজেশনে এবি নেগেটিভ রক্ত দেওয়ার কথা বলা হয়েছিল৷ রক্তের নমুনাও ব্ল্যাড ব্যাঙ্কে পাঠানো হয়েছিল৷ নিয়ম অনুযায়ী, আমরা রিকুইজেশনে যা-ই লিখি না কেন, নমুনা রক্তের ক্রস ম্যাচিংয়ে যে গ্রুপ উঠে আসবে ব্লাড ব্যাঙ্ক সেই রক্তই দেবে৷’’

জেলা হাসপাতালের সুপার চিন্ময় বর্মণ বলেন, ‘‘নমুনা পরীক্ষা করে আমরাও ওই মহিলার রক্তের গ্রুপ এবি নেগেটিভ পেয়েছি৷ কোচবিহারের নার্সিংহোম কেন এবি পজিটিভ রক্তের কথা বলছে তা বুঝতে পারছি না৷’’ হাসপাতালের তরফে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে সুপার জানান৷

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Death Complaint Hospita Negligence Blood
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE