Advertisement
১৬ এপ্রিল ২০২৪

টেবিলে মদের বোতল, মত্ত অধ্যক্ষ, ছাত্রদের বললেন, তোমরাও খাও না!

অভিযোগ তিনি তখন ছাত্রদের বলেন, ‘‘যতক্ষণ চোখ খোলা আছে আমি মদ্যপান করতে থাকি। চোখ বন্ধ হয়ে গেলেই মদ্যপান বন্ধ। আমার খাদ্য তালিকার মধ্য পড়ে মদ্যপান।  আপনারা যেটাকে মদ বলেন আমার কাছে সেটা পরিশুদ্ধ ফলের নির্যাস।’’

অধ্যক্ষ উইলিয়াম সোরেন। নিজস্ব চিত্র

অধ্যক্ষ উইলিয়াম সোরেন। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা 
তুফানগঞ্জ শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৮ ০৪:৪১
Share: Save:

কলেজে নিজের ঘরেই বসে মদ খাচ্ছেন খোদ অধ্যক্ষ—এমনই অভিযোগ তুফানগঞ্জ আইটিআই কলেজে। স্মারকলিপি দিতে গিয়ে যা দেখে হতবাক ছাত্ররা। তাঁরা জানাচ্ছেন, অধ্যক্ষ এরপরেই অসংলগ্ন কথা বলতে শুরু করেন। অভিযোগ তিনি তখন ছাত্রদের বলেন, ‘‘যতক্ষণ চোখ খোলা আছে আমি মদ্যপান করতে থাকি। চোখ বন্ধ হয়ে গেলেই মদ্যপান বন্ধ। আমার খাদ্য তালিকার মধ্যে পড়ে মদ্যপান। আপনারা যেটাকে মদ বলেন আমার কাছে সেটা পরিশুদ্ধ ফলের নির্যাস।’’
অধ্যক্ষের নাম উইলিয়াম সোরেন। কোচবিহারের জেলাশাসক কৌশিক রায় জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত অধ্যক্ষের বিরুদ্ধে তুফানগঞ্জ শহর তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে মহকুমা শাসকের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয় মঙ্গলবার বিকেল চারটার সময়।
তুফানগঞ্জ নৃপেন্দ্র নারায়ণ মেমোরিয়াল হাই স্কুলের চার ছাত্র সোমবার তুফানগঞ্জ আইটিআই কলেজের অধ্যক্ষের কাছে কিছু কাজ নিয়ে গিয়ে এই অবস্থার সামনে পড়েন। প্রথমে অধ্যক্ষ দেখা করতে না চাইলেও পরে অফিসে ডেকে নেন তাঁদের। ছাত্র-ছাত্রী সংসদের অভিযোগ, অধ্যক্ষ নিজের অফিসে বসে মদ্যপান করছিলেন। ছাত্রদেরও মদ্যপান করতে অনুরোধ করেন অধ্যক্ষ। ছাত্রছাত্রী সংসদের পক্ষ থেকে তাঁর সমস্ত কথা মোবাইলে ভিডিয়ো করা হয়। তৃণমূল ছাত্র পরিষদ নেতা তনু সেন জানান, অধ্যক্ষের এরকম আচরণ কখনওই কাম্য নয়।
উইলিয়াম সোরেন পরে আর ফোন তোলেননি। তাঁর সঙ্গে দেখা করতে গেলেও কথা বললেননি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Education Academics Cooch Behar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE