Advertisement
১৯ এপ্রিল ২০২৪

প্রতিবাদ করে আক্রান্ত যুবক

বিকির অভিযোগ, “পার্লার থেকে বার হয়ে একটু এগোতেই নিউটাউন বাজার এলাকার বাসিন্দা পচা সাহা-সহ চার জন মদ্যপ অবস্থায় আমার দুই মহিলা সহকর্মীর হাত ধরে টানাটানি শুরু করে৷ আমি সঙ্গে সঙ্গে তাদের বাধা দিতে গেলে পচা একটা ধারালো অস্ত্র দিয়ে আমার মাথায় আঘাত করে৷”

আক্রান্ত: বিকি শীল। নিজস্ব চিত্র

আক্রান্ত: বিকি শীল। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
আলিপুরদুয়ার শেষ আপডেট: ১৭ জুলাই ২০১৮ ০২:৫১
Share: Save:

ফের আক্রান্ত প্রতিবাদী৷ এ বার আলিপুরদুয়ার শহরে৷ রবিবার রাতে গোটা আলিপুরদুয়ার শহর যখন বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখতে ব্যস্ত, ঠিক তখন মাধবমোড়ের কাছে মদ্যপদের হাতে যৌন লাঞ্ছনা থেকে দুই মহিলা সহকর্মীকে বাঁচাতে গিয়ে এক যুবক আক্রান্ত হলেন৷ অভিযোগ, মদ্যপরা যুবকের মাথা ফাটিয়ে দেয়৷ ঘটনায় মূল অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করলেও, বাকি তিন জন এখনও পলাতক৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মদ্যপদের হাতে আক্রান্ত যুবকের নাম বিকি শীল৷ তার বাড়ি আলিপুদুয়ার শহরের বিধানপল্লী এলাকায়৷ শহরের মাধবমোড় এলাকার একটি বিউটি পার্লারে কাজ করেন তিনি৷ ওই পার্লারেরই দুই মহিলা কর্মী আলিপুরদুয়ার জেলার বাইরের বাসিন্দা। তাই তাঁরা প্রভাত সঙ্ঘ ক্লাবের কাছে পার্লারের মালিকের বাড়িতেই থাকেন৷

স্থানীয় সূত্রের খবর, অন্য দিনের মতো রবিবারও রাত ন’টা নাগাদ পার্লারটি বন্ধ করে দেন কর্মীরা৷ তার পর বিকি তার দুই মহিলা সহকর্মীকে পার্লারের মালিকের বাড়িতে এগিয়ে দিতে যাচ্ছিলেন৷ বিকির অভিযোগ, “পার্লার থেকে বার হয়ে একটু এগোতেই নিউটাউন বাজার এলাকার বাসিন্দা পচা সাহা-সহ চার জন মদ্যপ অবস্থায় আমার দুই মহিলা সহকর্মীর হাত ধরে টানাটানি শুরু করে৷ আমি সঙ্গে সঙ্গে তাদের বাধা দিতে গেলে পচা একটা ধারালো অস্ত্র দিয়ে আমার মাথায় আঘাত করে৷”

রক্তাক্ত অবস্থায় জ্ঞান হারিয়ে সেখানেই লুটিয়ে পড়েন বিকি৷ স্থানীয়রা ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যায়৷ পার্লারের মালিক-সহ কয়েক জন বিকিকে হাসপাতালে নিয়ে যায়৷ তাঁর মাথায় একটি সেলাই পড়ে৷ ঘটনার পর গভীর রাতেই পচা ও তার তিন সঙ্গীর বিরুদ্ধে আলিপুরদুয়ার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়৷ তার ভিত্তিতে তল্লাশিতে নেমে এ দিন ভোররাতে নিউটাউন এলাকার একটি ক্লাব ঘর থেকে পচাকে গ্রেফতার করে পুলিশ৷

রাত ন’টায় মাধবমোড়ের মতো ব্যস্ত এলাকায় রাস্তার উপরে এই ঘটনার জেরে আলিপুরদুয়ার শহরের মহিলাদের নিরাপত্তা নিয়ে বিভিন্ন মহল প্রশ্ন তুলতে শুরু করেছে৷ অনেকেরই অভিযোগ, সন্ধ্যা নামলেই শহরের রাস্তা থেকে উধাও হয়ে যান পুলিশ কর্মীরা৷ আর সেই সুযোগে শহরের বেশ কিছু এলাকায় শুরু হয়ে যায় সমাজ বিরোধীদের দৌরাত্ম৷ আক্রান্ত হওয়ার আশঙ্কায় অনেকেই এর প্রতিবাদ করার সাহস পান না৷ আলিপুরদুয়ারের পুলিশ সুপার সুনীল যাদব বলেন, ‘‘এ ধরনের ঘটনা রুখতে টহল ছাড়াও নিয়মিত পুলিশের বিশেষ অভিযান চলছে৷ অভিযুক্ত বাকি তিন জনের খোঁজ চলছে৷’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Protest Attack Mob
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE