Advertisement
২৫ এপ্রিল ২০২৪

বৃষ্টিতে ভেস্তে গেল কালী পুজোর আনন্দ

প্রতি বছরই জলপাইগুড়িতে প্রচুর কালীপুজো হয় ৷ যার মধ্যে বেশ কিছু বিগ বাজেটের পুজো। আর এই পুজোগুলি ঘিরেই মানুষের উন্মাদনা সবচেয়ে বেশি থাকে৷ বৃহস্পতিবারও সন্ধ্যা থেকেই শহর ও শহরতলির বিভিন্ন পুজো দেখতে বেরিয়ে পড়েছিলেন দর্শনার্থীরা৷

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ২১ অক্টোবর ২০১৭ ০২:২০
Share: Save:

দুর্গাপুজোর পরে বৃষ্টিতে মাটি হল কালীপুজোর আনন্দও৷ কোথাও ফাঁকা পড়ে থাকল মণ্ডপ, তো কোথাও আবার বাতিল করতে হল সাংস্কৃতিক অনুষ্ঠান৷ আর বৃষ্টিকে উপেক্ষা করে নেহাতই যারা বাড়ি থেকে বের হলেন, তাদের নিতে হল ছাতা কিংবা রেনকোট ৷ কালীপুজোয় এই প্রাকৃতিক দুর্যোগে নিয়ে স্বাভাবিকভাবেই হতাশ জলপাইগুড়ির বিভিন্ন পুজোর উদ্যোক্তারা৷

প্রতি বছরই জলপাইগুড়িতে প্রচুর কালীপুজো হয় ৷ যার মধ্যে বেশ কিছু বিগ বাজেটের পুজো। আর এই পুজোগুলি ঘিরেই মানুষের উন্মাদনা সবচেয়ে বেশি থাকে৷ বৃহস্পতিবারও সন্ধ্যা থেকেই শহর ও শহরতলির বিভিন্ন পুজো দেখতে বেরিয়ে পড়েছিলেন দর্শনার্থীরা৷ যাঁরা এ দিন কাটিয়েছেন বাজি পুড়িয়ে তাঁদের অনেকেই শুক্রবার পুজো দেখতে বের হবেন বলে ঠিক করেছিলেন৷ আর তাঁরাই এ দিন সমস্যায় পড়েন।

শহরের বাসিন্দা তপন রায়ের কথায়, ‘‘বৃহস্পতিবার ছেলে-মেয়েরা বাজি পোড়াতে ব্যস্ত ছিল৷ ওদের বলেছিলাম শুক্রবার ঠাকুর দেখাতে নিয়ে যাব৷ কিন্তু আকাশের যা অবস্থা, তাতে ওদেরকে ঘরবন্দিই থাকতে হল৷’’ তপনবাবুর মতোই অবস্থা বেশির ভাগ মানুষেরই৷ তবে এরই মধ্যে কেউ কেউ ছাতা মাথায় বা রেনকোট গায়ে ঠাকুর দেখতে বেড়িয়েছেন৷ যদিও সেই সংখ্যাটা হাতেগোনা৷ তাদেরই একজন সুদীপ্তা ভট্টাচার্যের কথা, ‘‘যা বৃষ্টি শুরু হয়েছে, তা দুই-তিনদিনেও কমবে বলে মনে হয় না৷ তাই ছাতা মাথায় টোটোতে চেপে ঠাকুর দেখতে বেরিয়েছি৷ কিন্তু কাদার জন্য সমস্যা হচ্ছে৷’’

শুক্রবার সকাল থেকেই জলপাইগুড়ির আকাশ মেঘে ঢাকা ছিল৷ দুপুরের দিক থেকে শুরু হয় টানা বৃষ্টি৷ সন্ধ্যার পর বৃষ্টি একটু থামলেও সে ভাবে মানুষ কিন্তু বের হননি৷ জলপাইগুড়ি সদর ট্রাফিক পুলিশের এক কর্তা বলেন, ‘‘রাস্তায় ভিড় নেই বললেই চলে৷ যত মানুষ বের হবে ভেবেছিলাম, তার দশ শতাংশও বের হননি।’’ তবে শহরের এক পুজো উদ্যোক্তা অরিন্দম চক্রবর্তীর দাবি, সন্ধ্যার পর বৃষ্টি খানিকটা থামায় কিছু কিছু লোক মণ্ডপে আসতে শুরু করেছেন৷ যদিও সেই সংখ্যাটা একেবারেই কম৷

কালীপুজোকে ঘিরে টানা কয়েক দিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে জলপাইগুড়ির বেশ কিছু পুজো উদ্যোক্তা৷ বৃষ্টির জন্য সেই অনুষ্ঠান করা নিয়েও সমস্যায় পড়েছেন তাঁরা৷ মিলনীর অন্যতম কর্মকর্তা প্রতিক ঝা চক্রবর্তী জানান, তাঁদের এ দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করতে হয়েছে৷ তৃণসাথীর এক উদ্যোক্তা আবার জানালেন, বৃষ্টির জন্য সন্ধ্যার অনুষ্ঠান বাতিল হয়েছে৷ বৃষ্টি আর না হলে রাতের অনুষ্ঠান করার ইচ্ছে রয়েছে তাঁদের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kali Puja 2017 Rain
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE