Advertisement
২৩ এপ্রিল ২০২৪
Dhupguri

ঘন কুয়াশায় দুর্ঘটনা ধূপগুড়িতে দুর্ঘটনা, লরি উল্টে আহত ২

আহতদের চোট গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

দুর্ঘটনার পর রাস্তার ধারে উল্টে যাওয়া লরি। রবিবার, ধূপগুড়িতে। —নিজস্ব চিত্র

দুর্ঘটনার পর রাস্তার ধারে উল্টে যাওয়া লরি। রবিবার, ধূপগুড়িতে। —নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২০ ১২:০১
Share: Save:

নিয়ন্ত্রণ হারিয়ে ৪৮ নম্বর এশিয়ান হাইওয়ের উপর লরি উল্টে আহত হলেন দু’জন। রবিবার ধূপগুড়ির দেওমালি মোড়ের এই ঘটনা ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ায়। পুলিশ এসে আহত দু’জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কুয়াশার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে দুর্ঘটনাটি ঘটেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, হাঁস-মুরগির খাবার নিয়ে ধূপগুড়ির দিক থেকে গয়েরকাটার দিকে যাচ্ছিল লরিটি। দেওমালি মোড়ের কাছে এসে একটি টোটোকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায় সেটি। লরির চালক ও তাঁর সহযোগী আহত হন। ধূপগুড়ি থানার পুলিশ তাঁদের ধূপগুড়ি গ্রামীণ হাসাপাতালে পাঠায়। তবে আহতদের চোট গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

দুর্ঘটনার পর কিছুক্ষণের জন্য যানজটের সৃষ্টি হয়। পুলিশ জানিয়েছে, প্রাথমিক ভাবে মনে হচ্ছে, ঘন কুয়াশায় দৃশ্যমানতা কম থাকায় দূর থেকে টোটোটি নজরে আসেনি চালকের। কাছে এসে নজরে পড়ার পর পাশ কাটাতে গিয়েও পারেননি। সেই কারণে দুর্ঘটনা ঘটতে পারে। মরসুমের প্রথম কুয়াশাতেই দুর্ঘটনায় উদ্বেগ বাড়ছে পুলিশ-প্রশাসনের।

আরও পড়ুন: একবালপুরে তরুণী খুনে ধৃত ২, প্রেমঘটিত সম্পর্ক না মাদকযোগ, তদন্তে পুলিশ

আরও পড়ুন: ট্রপিক্যালেও করোনার টিকা পরীক্ষার জন্য সবুজ সঙ্কেত দিয়েছে স্বাস্থ্য ভবন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Dhupguri Accident Asian Highway
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE