Advertisement
২৫ এপ্রিল ২০২৪

পরপর ধাক্কা বেপরোয়া অটোর

ট্র্যাফিক আইন ভেঙে বেপরোয়া ভাবে অটো ছুটল রাস্তায়। একটি গাড়িকে ধাক্কা মেরে পালানোর সময় পরের পর গাড়িতে ধাক্কা মারার অভিযোগও উঠল অটো চালকের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাতে চাঞ্চল্য ছড়াল শিলিগুড়ির টিকিয়াপাড়া এলাকায়।

অটো আটকে বাসিন্দাদের অভিযোগ লিখছেন পুলিশকর্মী। বুধবার রাতে তোলা নিজস্ব চিত্র।

অটো আটকে বাসিন্দাদের অভিযোগ লিখছেন পুলিশকর্মী। বুধবার রাতে তোলা নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ২৮ মে ২০১৫ ০২:০০
Share: Save:

ট্র্যাফিক আইন ভেঙে বেপরোয়া ভাবে অটো ছুটল রাস্তায়। একটি গাড়িকে ধাক্কা মেরে পালানোর সময় পরের পর গাড়িতে ধাক্কা মারার অভিযোগও উঠল অটো চালকের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাতে চাঞ্চল্য ছড়াল শিলিগুড়ির টিকিয়াপাড়া এলাকায়।

রাত আটটা নাগাদ হাসমিচক হয়ে উড়ালপুল দিয়ে যাওয়ার সময়ে একটি গাড়িকে সিটি অটো ধাক্কা মারে বলে অভিযোগ। ঘটনার পরেও অটো না থামিয়ে চালক গতি বাড়িয়ে নিউ জলপাইগুড়ির দিকে অটো নিয়ে যেতে থাকে বলে অভিযোগ। বেপরোয়া ভাবে অটো চালাতে গিয়ে আরও একটি ছোট গাড়ির সঙ্গে অটোটির ধাক্লা লাগে। এরপরে আবারও একটি ছোট গাড়ি সামনাসামনি চলে আসায় চালক অটো থামাতে বাধ্য হয়। বাসিন্দারা অটোচালককে আটক করে পুলিশে খবর দেয়। যদিও পুলিশ আসার আগেই চালক পালিয়ে যায় বলে জানা গিয়েছে।

রাত হলেই শহরের রাস্তায় বেপরোয়া ভাবে অটো চলাচল শুরু হয় বলে অভিযোগ। বিশেষত উড়ালপুলে ট্র্যাফিক বিধি ভেঙেই রাতের দিকে সিংহভাগ অটো চলাচল করে বলে অভিযোগ। শিলিগুড়ি পুলিশের ডিসি (ট্র্যাফিক) শ্যাম সিংহ বলেন, ‘‘এ দিনের ঘটনা নিয়ে আইনমাফিক পদক্ষেপ করা হচ্ছে। রাতের দিকে ট্র্যাফিক বিধি যাতে সকলে মেনে চলে তার জন্য নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE