Advertisement
১৯ এপ্রিল ২০২৪

জামিন হল না শঙ্করের

পুলিশকে গাছে বাঁধার নিদান দিয়ে গ্রেফতার হয়েছেন বিজেপির জেলা সভাপতি শঙ্কর চক্রবর্তী। সোমবার ইসলামপুর আদালত তাঁর জামিন নামাঞ্জুর করে। তাঁকে এক দিনের জন্য জেলহাজতের নির্দেশ দেওয়া হয়। পরে তাঁকে আদালত অসুস্থতার জন্য হাসপাতালে রাখার নির্দেশ দেয়।

বিজেপি-র উত্তর দিনাজপুর জেলা সভাপতি শঙ্কর চক্রবর্তী। —ফাইল চিত্র।

বিজেপি-র উত্তর দিনাজপুর জেলা সভাপতি শঙ্কর চক্রবর্তী। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
ইসলামপুর শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৮ ০৪:৫৫
Share: Save:

পুলিশকে গাছে বাঁধার নিদান দিয়ে গ্রেফতার হয়েছেন বিজেপির জেলা সভাপতি শঙ্কর চক্রবর্তী। সোমবার ইসলামপুর আদালত তাঁর জামিন নামাঞ্জুর করে। তাঁকে এক দিনের জন্য জেলহাজতের নির্দেশ দেওয়া হয়। পরে তাঁকে আদালত অসুস্থতার জন্য হাসপাতালে রাখার নির্দেশ দেয়।

রবিবার দাড়িভিটে বিক্ষোভ সভায় পুলিশকে আক্রমণ করা-সহ নানা প্ররোচনামূলক বক্তৃতা দেওয়ার অভিযোগে পুলিশ রবিবার রাতে করণদিঘি থানার বোতলবাড়ি থেকে শঙ্করকে গ্রেফতার করে। রাতভর তাঁকে চাকুলিয়া থানায় রাখা হয়। সোমবার সকালে আদালতে তোলার আগে পুলিশ ইসলামপুর মহকুমা হাসপাতালে মেডিক্যাল চেক আপ করার জন্য নিয়ে গেলে সেখানে অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসকেরা ভর্তি করানোর নির্দেশ দেন। কিছুক্ষণ ভর্তির থাকার পর দুপুর ২টা নাগাদ আদালতে তোলা হয়। আদালত জামিন আবেদন নাকচ করে দেয়।

সেই খবর চাউর হতে ইসলামপুর ব্লক বিজেপি ধিক্কার মিছিল বের করে। সরকারি আইনজীবী সঞ্জীব ভাওয়াল বলেন, ‘‘এমনিতেই এলাকার পরিস্থিতি উত্তপ্ত। সেখানে উসকানিমূলক বক্তৃতার ফলে আইনশৃঙ্খলার অবনতি হতে পারে। তাই গ্রেফতার।’’ আজ মঙ্গলবার ফের তাঁকে আদালতে তোলা হবে।

এ দিকে শঙ্কর জামিন না পাওয়ায় রাজ্য জুড়ে বিক্ষোভ প্রতিবাদ মিছিল করা হবে বলে জানান জেলা বিজেপির সম্পাদক সুরজিৎ সেন। ইসলামপুরের তৃণমূল বিধায়ক কানাইয়ালাল অগ্রবাল বলেন, ‘‘বিজেপির কাজ হচ্ছে এলাকায় উস্কানি দিয়ে পরিবেশ উতপ্ত করা।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Shankar Chakraborty BJP TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE