Advertisement
১৮ এপ্রিল ২০২৪

বাসি ভোজে অসুস্থ ৪৯ জন

পেটের রোগে অসুস্থ হয়ে পড়লেন একই এলাকার মহিলা ও শিশু-সহ ৪৯ জন। তাঁদের মধ্যে হাসপাতালে ভর্তি অন্তত ২৭ জন। শুক্রবার বিকেলে কালিয়াগঞ্জ থানার মালগাঁও পঞ্চায়েতের রঘুনাথপুরের ঘটনা।

চিকিৎসাধীন: ভোজ খেয়ে অসুস্থ। কালিয়াগঞ্জে। নিজস্ব চিত্র

চিকিৎসাধীন: ভোজ খেয়ে অসুস্থ। কালিয়াগঞ্জে। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
কালিয়াগঞ্জ শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৮ ০৩:০৫
Share: Save:

পেটের রোগে অসুস্থ হয়ে পড়লেন একই এলাকার মহিলা ও শিশু-সহ ৪৯ জন। তাঁদের মধ্যে হাসপাতালে ভর্তি অন্তত ২৭ জন। শুক্রবার বিকেলে কালিয়াগঞ্জ থানার মালগাঁও পঞ্চায়েতের রঘুনাথপুরের ঘটনা। শনিবার সকালে বমি, পেট খারাপ নিয়ে বাসিন্দাদের একাংশ হাসপাতালে গেলে ১০ জনকে কালিয়াগঞ্জের কুনোর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়। ১৫ জন কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের রায়গঞ্জ মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এলাকারই একটি বাড়ির অনুষ্ঠানে ভোজ খাওয়ার পরে অসুস্থ হয়ে পড়েন সকলে।

রঘুনাথপুরের যে সমস্ত বাসিন্দারা ভোজ খেয়েছিলেন, কালিয়াগঞ্জ ব্লক স্বাস্থ্য আধিকারিক দেবাশিস বালার নেতৃত্বে চিকিৎসকদের একটি দল সেখানে গিয়ে পরীক্ষা করে তাঁদের ওষুধ দিয়েছেন। বর্তমানে গ্রামের ২২ জন বাসিন্দা বাড়িতেই চিকিৎসাধীন রয়েছেন। উত্তর দিনাজপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রকাশ মৃধার দাবি, রান্না করা খাবার বাসি হয়ে গেলে তাতে ক্ষতিকারক জীবাণু সৃষ্টি হয়। বাসি খাবার খেয়েই বাসিন্দাদের একাংশ অসুস্থ হয়ে পড়েছেন। স্বাস্থ্য দফতরের তরফে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

স্বাস্থ্য দফতর সূত্রেই জানা গিয়েছে, বুধবার সন্ধেয় রঘুনাথপুরের বাসিন্দা পেশায় চাষি জয়দেব বর্মণের নাতির অন্নপ্রাশন ছিল। অন্তত পাঁচশো বাসিন্দা তাঁর বাড়িতে খেয়েছেন। অনুষ্ঠান শেষে রান্না করা উদ্বৃত্ত খাবার থেকে যায়। বৃহস্পতিবার দুপুরে পরিবারের সদস্য, প্রতিবেশী মিলিয়ে অন্তত ১০০ জন ওই বাসি খাবার খান। তা খেয়েই শুক্রবার দুপুর থেকে বমি, পেট ব্যথা ও মাথা ব্যথা শুরু হয় শম্ভু দেবসিংহ ও রেখা বর্মণ নামে দুই বাসিন্দার। তাঁদের প্রথমে কুনোর স্বাস্থ্যকেন্দ্রে, পরে সেখান থেকে রায়গঞ্জ মেডিক্যালে ভর্তি করানো হয়। শনিবার সকাল থেকে বাসিন্দাদের একের পর এক বমি, পেট ব্যথা ও মাথা ব্যথা শুরু হয়। পরিবারের লোকেরা ১০ জনকে কুনোর স্বাস্থ্যকেন্দ্রে ও ১৫ জনকে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করান। বাকি ৫ জন মহিলা, ৩ জন শিশু-সহ ২২ জন বাসিন্দা বাড়িতে চিকিৎসাধীন।

ব্লক স্বাস্থ্য আধিকারিক দেবাশিসবাবু বলেন, ‘‘বাড়িতে যাঁরা রয়েছেন তাঁদের ওআরএস, ওষুধ দেওয়া হয়েছে। হাসপাতালে চিকিৎসা চলছে অনেকের।’’ জয়দেববাবু বলেন, ‘‘আমার নাতির অন্নপ্রাশনের ভোজ খেয়ে গ্রামের এত মানুষ অসুস্থ হয়ে পড়লেন। অত্যন্ত দুঃখজনক ঘটনা। সবার দ্রুত আরোগ্য কামনা করছি।’’ পঞ্চায়েতের উপপ্রধান গৌতম বর্মণের দাবি, শুক্রবার অনেকেই বাসি খাবার খেয়েছেন। সচেতনতার অভাবেই এই ঘটনা। অসুস্থদের একাংশকে হাসপাতালে পাঠানো হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE