Advertisement
২০ এপ্রিল ২০২৪

চাঁদা চেয়ে মার সরকারি বাসের চালককে

পুলিশ এবং স্থানীয় সুত্রে জানা গিয়েছে, এ দিন সকালে রায়গঞ্জ থেকে শিলিগুড়িগামী উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার একটি বাসে একদল যুবক রাস্তা আটকে পুজোর চাঁদা দাবি করে। চালক দিতে অস্বীকার করায় চালককে বেধড়ক মারধর করা হয়।

বাসের সামনে যাত্রীদের বিক্ষোভ। নিজস্ব চিত্র

বাসের সামনে যাত্রীদের বিক্ষোভ। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
ডালখোলা শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০১৮ ০৪:০৯
Share: Save:

এবার চাঁদা চেয়ে সরকারি বাসের উপর হামলা। অভিযোগ, বাসচালক, কন্ডাক্টর এবং এক যাত্রীর মাথা ফাটিয়ে দিয়েছে চাঁদা আদায়কারীরা। বৃহস্পতিবার সকাল ৬টা নাগাদ ডালখোলা শহরের ৩৪ নম্বর জাতীয় সড়কের ঘটনা। ঘটনার প্রতিবাদে যাত্রীরা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান।

একই অভিযোগে মঙ্গলবার রাতে লরিচালকেরা সড়ক অবরোধ করেছিলেন। ২৪ ঘণ্টা যেতে না যেতেই ফের চাঁদার জুলুমের অভিযোগ একই এলাকায়। পুলিশ জানিয়েছে, ঘটনায় যুক্ত একজনকে আটক করা হয়েছে। পুলিশ এবং স্থানীয় সুত্রে জানা গিয়েছে, এ দিন সকালে রায়গঞ্জ থেকে শিলিগুড়িগামী উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার একটি বাসে একদল যুবক রাস্তা আটকে পুজোর চাঁদা দাবি করে। চালক দিতে অস্বীকার করায় চালককে বেধড়ক মারধর করা হয়। বাসের কন্ডাক্টরের মাথা ফাটিয়ে দেয় তারা। যাত্রীদের জোর করে বাস থেকে নামিয়ে দেওয়া হয়। যাত্রীরা বাধা দিতে গেলে তাঁদেরও মারধর করে তারা। এর পরেই যাত্রীরা ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন প্রায় এক ঘণ্টা ধরে। পরে পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে। আহতদের রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে এবং করণদিঘি গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

বাসের চালক সুব্রত বন্দ্যোপাধ্যায় অভিযোগ করে বলেন, ‘‘একদল যুবক গাড়ি আটকে পুজোর চাঁদা দাবি করে। আমি বললাম, সরকারি গাড়িতে চাঁদা দেওয়া হয় না। এ কথা বলতেই গাড়িতে চড়াও হয়ে মারধর শুরু করে ওরা। আমার সহকর্মীকে মারধর করে। যাত্রীরা প্রতিবাদ করতে গেলে তাঁদেরও মারধর করে ওরা।’’ মুক্তি চৌধুরী নামে এক মহিলা বাসযাত্রী বলেন, ‘‘আমার ছেলেকে জোর করে বাস থেকে নামিয়ে মাথায় বাঁশ দিয়ে আঘাত করে। চাঁদার নামে এমন জুলুম এই প্রথম দেখলাম। পুলিশ ফাঁড়ির সামনে ঘটনা ঘটলেও পুলিশ দেরিতে এসে পৌছায়। ডালখোলা থানার পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে। উত্তর দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার কার্তিকচন্দ্র মণ্ডল বলেন, ‘‘ডালখোলা থানার পুলিশকে হামলাকারীদের বিরুদ্বে মামলা দায়ের করার নির্দেশ দেওয়া হয়েছে। জাতীয় সড়কের উপর নজরদারি বাড়ানো হবে।’’ ইসলামপুরের মহকুমা শাসক মণীশ মিশ্র বিষয়টি নিয়ে পুলিশের সঙ্গে কথা বলবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bus Driver Beaten Donation
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE