Advertisement
২৬ এপ্রিল ২০২৪

অধ্যক্ষকে খুনের হুমকি ছাত্রের

পাশ না করালে গলা কেটে নেওয়া হবে বলে বন্ধুকে দিয়ে অধ্যক্ষকে হুমকি দিল বালুরঘাট আইন কলেজের এক ছাত্র। মঙ্গলবার রাতে ওই ফোন আসার পরেই পুলিশের দ্বারস্থ হন বালুরঘাট আইন কলেজের অধ্যক্ষ দুর্জয় দেব।

নিজস্ব সংবাদদাতা
বালুরঘাট শেষ আপডেট: ০৪ মে ২০১৭ ০২:১২
Share: Save:

পাশ না করালে গলা কেটে নেওয়া হবে বলে বন্ধুকে দিয়ে অধ্যক্ষকে হুমকি দিল বালুরঘাট আইন কলেজের এক ছাত্র। মঙ্গলবার রাতে ওই ফোন আসার পরেই পুলিশের দ্বারস্থ হন বালুরঘাট আইন কলেজের অধ্যক্ষ দুর্জয় দেব।

দুর্জয়বাবু জানান, মঙ্গলবার রাত সওয়া ৯টা নাগাদ তাঁর মোবাইলে একটি ফোন আসে। তাঁর কলেজের ছাত্র সেলিম জাভেদকে পাশ করানোর দাবি জানায় এক ব্যক্তি। তিনি বলেন, ‘‘নিজেকে কালিয়াচকের ডন বলে পরিচয় দিয়ে ওই ব্যক্তি সেলিমকে পাশ না করালে আমার গলা কেটে নেবে বলে হুমকি দেয়।। দশম সেমেস্টার উর্ত্তীর্ণ হলেও অষ্টম সেমেস্টারে একটি বিষয়ে ফেল করেছিল সেলিম। এ বারও পাশ করতে পারেনি।’’ জানা গিয়েছে, খাতা রিভিউ করানোর পরেও ফল একই থাকে। তার পরেই পাশ করানোর দাবিতে অধ্যক্ষকে খুনের হুমকি দেওয়া হয়। কলেজ সূত্রে জানা গিয়েছে, এর আগেও বিভিন্ন সেমেস্টারে একাধিক বিষয়ে ফেল করেছিল ওই ছাত্র। পরে পরীক্ষা দিয়ে পাশ করে। অধ্যক্ষ জানান, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীন বালুরঘাট আইন কলেজ। তাই মাঝেমধ্যেই তাঁকে মালদহে যেতে হয়। সেলিমকে পাশ না করালে মালদহে গেলে তাঁকে খুন করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে তাঁকে।

অধ্যক্ষের অভিয়োগ পাওয়ার পরেই তদন্ত শুরু করেছে পুলিশ। জেলা পুলিশ সুপার প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘অধ্যক্ষের অভিযোগ পেয়ে তদন্ত শুরু হয়েছে। তবে ওই ছাত্র সরাসরি অধ্যক্ষকে ফোন করেনি। এক বন্ধুকে দিয়ে হুমকি ফোন করিয়েছে। মোবাইল নম্বর দেখে পুলিশ অভিযুক্তদের খোঁজ করছে।’’

অভিযুক্ত ওই ছাত্র মালদহের কালিয়াচকের বাসিন্দা। আইন কলেজে পড়ার সময় তৃণমূলের বালুরঘাট টাউন সভাপতি সুভাষ চাকির বাড়ি ভাড়া নিয়ে মেস করে থাকত সে। টিএমসিপির সদস্য ছিল বলেও জানা গিয়েছে। তবে সুভাষবাবুর বক্তব্য,ওই ছাত্রের সঙ্গে তাঁদের দলের কোনও সম্পর্ক নেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Death threat Student Principal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE