Advertisement
২০ এপ্রিল ২০২৪

ফলপ্রকাশের দাবিতে বিক্ষোভ

২৮ নভেম্বর গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রথম এবং দ্বিতীয় বর্ষের ফল প্রকাশিত হয়। পরীক্ষা শেষের প্রায় তিনমাস পরে ফল বেরোলেও তা ভুলে ভরা ছিল বলে অভিযোগ ওঠে।

মিছিল: বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ পড়ুয়াদের। নিজস্ব চিত্র

মিছিল: বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ পড়ুয়াদের। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
মালদহ শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০১৮ ০২:০৪
Share: Save:

ফের ছাত্র বিক্ষোভ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়েতে’ শুরু করল তৃণমূল। মঙ্গলবার দুপুরে পুনর্মূল্যায়নের ফল দ্রুত প্রকাশের দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ঘেরাও করে অবস্থান বিক্ষোভ দেখাল তৃণমূল ছাত্র পরিষদের নেতা কর্মীরা। মুখ্যমন্ত্রীর ছবি নিয়ে মিছিলও করা হয় বিশ্ববিদ্যালয় জুড়ে।

সম্প্রতি, বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি নিয়ে সরব হয়ে একদল ছাত্র-ছাত্রী মুখ্যমন্ত্রীর ছবি নিয়ে শহরজুড়ে মিছিল করে। সেই ঘটনায় ক্ষুব্ধ হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে ফের একই ঘটনায় অস্বস্তিতে তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের জেলা সভাপতি মোয়াজ্জেম হোসেন বলেন, “জানা নেই। খোঁজ নিয়ে দেখব।”

২৮ নভেম্বর গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রথম এবং দ্বিতীয় বর্ষের ফল প্রকাশিত হয়। পরীক্ষা শেষের প্রায় তিনমাস পরে ফল বেরোলেও তা ভুলে ভরা ছিল বলে অভিযোগ ওঠে। অভিযোগ, একাধিক পরীক্ষার্থীর বিষয় বদলে দেওয়া হয়েছে। কোনও বিষয়ে গড়ে নম্বর দেওয়া থেকে শুরু করে একাধিক বিষয়ে শূন্য দেওয়ারও অভিযোগ উঠেছে। দু’টি বর্ষের প্রায় দু’হাজার জন পুনর্মূল্যায়নের আবেদন করেন। পুরো ঘটনার তদন্তের নির্দেশ দেন নবনিযুক্ত উপাচার্য স্বাগত সেন। আট সদস্যের একটি তদন্ত কমিটি গঠিত হয়। বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, পরীক্ষার তদন্ত করতে গিয়ে একাধিক গড়মিল উঠে এসেছে। অভিযোগ, পাশের হার বেশি দেখানোর জন্য এক থেকে আট নম্বর পর্যন্ত গ্রেস দেওয়া হয়েছে। ফলে তৎকালীন উপাচার্য গোপাল চন্দ্র মিশ্র এবং পরীক্ষা সমূহের নিয়ামক সনাতন দাসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অধ্যাপক মহলের একাংশ।

এ দিন ওই দাবিতেই তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি প্রসূন রায়ের নেতৃত্বে একদল পড়ুয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বাগত সেনকে স্মারকলিপি দেন। তাঁর দফতরের সামনে মুখ্যমন্ত্রীর ছবি এবং দলীয় পতাকা নিয়ে চলে স্লোগান। বিশ্ববিদ্যালয় জুড়ে মিছিলও করা হয়। প্রসূনবাবু বলেন, “একজন ছাত্র হিসেবে উপাচার্যের সঙ্গে দেখা করেছি।’’ যদিও মুখ্যমন্ত্রীর ছবি নিয়ে মিছিলের প্রসঙ্গ এড়িয়ে যান তিনি। তাঁর দাবি, “মিছিলে ছিলাম না। কারা করেছে তা দেখব।” সপ্তাহ খানেকের মধ্যে পুনর্মূল্যায়নের ফলাফল প্রকাশের চেষ্টা চলছে বলে জানান উপাচার্য স্বাগত সেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

University of Gour Banga Students Protest result
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE