Advertisement
২৫ এপ্রিল ২০২৪
পুর-বৈঠকে সিদ্ধান্ত

চর দখল রুখতে টাস্ক ফোর্স

শহরের মধ্যে দিয়ে বয়ে যাওয়া মহানন্দা, পঞ্চনইয়ের মতো নদীর চর দখল মুক্ত করতে ‘টাস্ক ফোর্স’ গঠন করতে চায় পুরসভা। বুধবার শিলিগুড়ি পুরসভায় সেচ দফতর, পূর্ত দফতরের আধিকারিকদের সঙ্গে পুর কর্তৃপক্ষের বৈঠকে ওই সিদ্ধান্ত হয়েছে বলে মেয়র অশোক ভট্টাচার্য জানিয়েছেন।

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ০৯ জুন ২০১৬ ০২:০৩
Share: Save:

শহরের মধ্যে দিয়ে বয়ে যাওয়া মহানন্দা, পঞ্চনইয়ের মতো নদীর চর দখল মুক্ত করতে ‘টাস্ক ফোর্স’ গঠন করতে চায় পুরসভা। বুধবার শিলিগুড়ি পুরসভায় সেচ দফতর, পূর্ত দফতরের আধিকারিকদের সঙ্গে পুর কর্তৃপক্ষের বৈঠকে ওই সিদ্ধান্ত হয়েছে বলে মেয়র অশোক ভট্টাচার্য জানিয়েছেন।

বৈঠকে ঠিক হয়েছে ওই কমিটিতে সেচ দফতর, পূর্ত দফতর, পঞ্চায়েত প্রশাসনের কর্তারা থাকবেন। পুরো বিষয়টি জেলাশাসককে জানানো হবে। তাঁর নেতৃত্বেই যাতে ওই কাজ করা সম্ভব হয় সে জন্য জেলাশাসককে জানানো হবে। অশোকবাবু বলেন, ‘‘শহরের মধ্যে নদীর চর দখল মুক্ত করতে জেলাশাসকের নেতৃত্বে টাস্ক ফোর্স গঠনের কথা ভাবা হয়েছে। তাঁকে পুরসভার তরফে বিষয়টি জানানো হবে। সেচ দফতর, পূর্ত দফতর, পুরসভার আধিকারিকরা থাকবেন ওই কমিটিতে।’’

শহরের নিকাশির কিছু কাজ করছে পূর্ত দফতর। তাদের জানানো হয়েছে, মহানন্দা সেতু লাগোয়া হিলকার্ট রোড এবং সেবক রোডের যে অংশে নিকাশি তৈরি হচ্ছে সেই জল সরাসরি ওই এলাকা দিয়েই মহানন্দা নদীতে ফেলার ব্যবস্থা করতে পুর-কর্তৃপক্ষ পূর্ত দফতরের আধিকারিকদের জানিয়েছেন। পূর্ত দফতরের তরফে জানানো হয়েছে, পুরনো নিকাশি যে ভাবে ছিল সে ভাবেই তারা সংস্কার করছে। তাতে জল চার নম্বর, পাঁচ নম্বর ওয়ার্ডের অংশে হাইড্রেন হয়ে মহানন্দায় পড়ছে। পুরসভার প্রস্তাব মতো কাজ করতে হলে নতুন করে পরিকল্পনা নিতে হবে। মেয়র জানিয়েছেন, কাজ শুরু আগেই পূর্ত দফতর পুরসভার সঙ্গে আলোচনা করলে ভাল করত। অথচ তারা তা করছেন না।

শহরের যানজট সমস্যা নিয়েও এ দিন পুলিশের সঙ্গে বৈঠক হয়েছে পুর কর্তৃপক্ষের। পুলিশের তরফে এসিপি পদ মর্যাদার এক অফিসার ছিলেন। শহরের বিভিন্ন অংশে রাস্তার জায়গা দখল মুক্ত করতে উদ্যোগ গ্রহণের কথা জানানো হয়েছে। শিলিগুড়ি জেলা হাসপাতালের সামনের রাস্তা, কোর্ট মোড়, সেবক রোড়ের বিভিন্ন এলাকা দখল মুক্ত করার কথা বলা হয়েছে। পূর্ত দফতরের তরফেও বিষয়টি পুলিশ প্রশাসনকে জানানো হবে। বর্ধমান রোড চওড়া করার প্রস্তাব দেওয়া হয়েছে পূর্ত দফতরকে।

পূর্ত দফতরের তরফেও জানানো হয়েছে ওই রাস্তা ফোর লেন করার পরিকল্পনা রয়েছে তাঁদেরও। তা ছাড়া কোর্ট মোড় হয়ে বাঘা যতীন পার্ক এলাকায় বড় বাস চলাচলের জন্য যানজট তৈরি হচ্ছে বলে পুর কর্তৃপক্ষের তরফে জানানো হয়। এ দিনের বৈঠকে বড় বাস শহরের এই রাস্তাগুলিতে না ঢুকে পি সি মিত্তল বাস টার্মিনাস থেকে চলাচলের প্রস্তাব দেওয়া হয়েছে। একই রকম, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে কালিম্পং, সিকিম এবং ভুটানে যে সমস্ত গাড়ি চলাচল করে সেগুলি হিলকার্ট রোড় হয়ে যাতায়াতের ফলে যানজট বাড়ছে। সে কারণে ইস্টার্ন বাইপাস দিয়ে ওই গাড়ি যাতায়াতের জন্য বলা হয়েছে। ফাঁসিদেওয়া, খড়িবাড়ি রুটে যাতাযাতকারী বাসগুলিকেও অন্য রুটে চালানোর ব্যবস্থা নিতে বলা হয়েছে। মাল্লাগুড়ি, চম্পাসারি এবং ভক্তিনগর থানার সামনে উড়ালপুলের প্রস্তাব দেওয়া হয়েছে। পঞ্চম মহানন্দা সেতুর কাজ শেষ করার উপরেও জোর দেওয়ার বিষয়টি বৈঠকে উঠেছে। ওই পথে যান চলাচল হলে জলপাইমোড় থেকে ওই পথে সহজেই মাটিগাড়ায় গাড়ি যাতায়াত করতে পারবে।

শহরে নতুন করে যাতে আর টোটো চালু না হয় তা দেখার জন্য পুলিশকে আর্জি জানানো হয়েছে। ট্রাফিক পুলিশে সিভিক ভলান্টিয়ারদের পাশাপাশি কাজের তদারকিতে অভিজ্ঞ পুলিশ কর্মীরাও যাতে থাকেন সে কথা জানানো হয়। শহরের বায়ূ দূষণ রোধে শিলিগুড়িতে সিটি অটো বন্ধ করার প্রস্তাব দেওয়া হয়েছে। সিএনজি অটো চালানোর কথা জানানো হয়েছে। ঠিক হয়েছে বিষয়টি জেলাশাসককের কাছে প্রস্তাব আকারে পাঠানো হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

task force acquisition
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE