Advertisement
২৫ এপ্রিল ২০২৪

স্বাভাবিক হতে চলেছে চা নিলাম

অবশেষে স্বাভাবিক হতে চলেছে শিলিগুড়ি কেন্দ্রের চা নিলাম। পরপর দু’সপ্তাহ শিলিগুড়িতে চা নিলাম বয়কট করেছেন স্থানীয় ক্রেতারা।

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ০৬ জুলাই ২০১৬ ০১:৩৫
Share: Save:

অবশেষে স্বাভাবিক হতে চলেছে শিলিগুড়ি কেন্দ্রের চা নিলাম। পরপর দু’সপ্তাহ শিলিগুড়িতে চা নিলাম বয়কট করেছেন স্থানীয় ক্রেতারা। তাঁদের অভিযোগ, প্যান ইন্ডিয়া পদ্ধতিতে নিলাম চালুর শুরুর দিন থেকেই বয়কট শুরু হয়েছে শিলিগুড়িতে। বিক্রেতা সংগঠনের অভিযোগ ছিল প্যান ইন্ডিয়া ব্যবস্থায় যে নিয়ম এবং শর্তের উল্লেখ ছিল, তা ছোট এবং মাঝারি ক্রেতাদের পক্ষে পালন করা সম্ভব নয়। বিক্রেতাদের বয়কটের জেরে দু’সপ্তাহে শিলিগুড়ি কেন্দ্রে প্রায় ৭০ লক্ষ কেজি চা পাতা অবিক্রিত থেকে গিয়েছে। আরও বেশ কয়েক সপ্তাহে নিলাম বন্ধ থাকলে তার প্রভাব উত্তরবঙ্গের চা শিল্পে পড়বে বলে আশঙ্কাও শুরু হয়েছিল। যদিও সূত্রের খবর, চা পর্ষদের সঙ্গে বিক্রেতাদের প্রাথমিক আলোচনা হয়েছে। তাতেই মিলেছে সাময়িক সমাধান সূত্র। সব কিছু ঠিকঠাক থাকলে চলতি সপ্তাহের নিলামে চা পাতা কেনা হবে বলে জানিয়েছেন চা ক্রেতাদের সংগঠন।

গত মাসের মাঝামাঝি থেকে প্যান ইন্ডিয়া ব্যবস্থায় নিলাম শুরু হয়েছে শিলিগুড়িতে। এই নিয়মে সারা দেশের সব কেন্দ্রে এক সঙ্গে অনলাইনে নিলাম শুরু এবং বন্ধ হবে। দেশের যে কোনও কোনায় বসে যে কোন কেন্দ্রের নিলামে অংশ নেওয়া সম্ভব হবে। যদিও, শিলিগুড়ির ক্রেতাদের একাংশের অভিযোগ, তাঁদের প্রতিনিধিদের যোগ না নিতে দেওয়া সহ বিভিন্ন নিষেধাজ্ঞা জারি হয়েছে। এক এক জন ক্রেতার ন্যূনতম কেনার পরিমাণও বেড়ে গিয়েছে। ক্রেতাদের দাবি, নতুন নিয়মে প্রায় সাড়ে চারশো কেজি চা পাতা বেশি কিনতে হবে। যা ছোট ক্রেতাদের পক্ষে সম্ভব নয় বলে অভিযোগ ওঠে।

শিলিগুড়িতে নিলাম ব্যাহত হলেও, দেশের অন্য কেন্দ্রগুলিতে স্বাভাবিক নিলাম জারি থাকে। ক্ষুদ্র চা চাষি সমিতি সহ বিক্রেতাদের বিভিন্ন সংগঠন প্যান ইন্ডিয়া নিলাম ব্যবস্থাকে স্বাগত জানায়। চা পাতা যাতে বিক্রি হয়ে যায়, তার জন্য বড় ক্রেতা সংস্থাগুলির কাছে বেশি করে চা কেনার আর্জিও জানানো হয়। ক্রেতাদের একাংশ দাবি করেন, দেশের অন্য কোনও কেন্দ্রেই যখন বয়কটের প্রভাব পড়ছে না, তখন শুধু শিলিগুড়ি কেন্দ্রে বয়কট চালিয়ে কী লাভ? এর ফলে শুধু এখানকার ক্রেতাদের লোকসানের শিকার হতে হচ্ছে বলেও ক্ষোভ তৈরি হয়। ঘরে-বাইরে চাপে পড়ে ক্রেতাদের সংগঠনও সমাধান সূত্র খুঁজতে শুরু করেছিল।

এই পরিস্থিতে চা পর্ষদের আশ্বাসে নিলাম স্বাভাবিক করার সিদ্ধান্ত নিয়েছে শিলিগুড়ি টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন। ২০ জুলাইয়ের মধ্যে সব অভিযোগের নিষ্পত্তি হবে বলে পর্ষদ আশ্বাস দেয়। ক্রেতা সংগঠনের সাম্মানিক সম্পাদক অঙ্কিত লোচন বলেন, ‘‘পর্ষদের আশ্বাসে ভরসা রেখে আপাতত নিলামে অংশ নেব। পরে তাদের পদক্ষেপ দেখে সিদ্ধান্ত হবে।’’ প্রতি সপ্তাহে বুধবার নিলাম হলেও, ইদের ছুটির কারণে আগামীকাল বৃহস্পতিবার নিলাম হবে বলে স্থির হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

tea auction
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE