Advertisement
২০ এপ্রিল ২০২৪

প্রতি বছর বাড়ছে বিক্রি

নিলাম কমিটির চেয়ারম্যান অজয় গর্গ বলেন, ‘‘ক্রেতা-বিক্রেতার সুসম্পর্কের জন্যই এগিয়ে যাচ্ছে শিলিগুড়ির নিলাম কেন্দ্র। ছোট বড় সমস্যা হলে দ্রুত আমরা সেই সমস্যা মিটিয়ে ফেলছি।’’

তুঙ্গে: শিলিগুড়ি চা নিলাম কেন্দ্র। নিজস্ব চিত্র

তুঙ্গে: শিলিগুড়ি চা নিলাম কেন্দ্র। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ২২ নভেম্বর ২০১৮ ০৪:৫৫
Share: Save:

নানা সমস্যায় যখন ধুঁকছে জলপাইগুড়ি চা নিলাম কেন্দ্র তখন উল্টো ছবি দেখা গিয়েছে শিলিগুড়িতে। টি বোর্ডের কর্তাদের মতে সমস্যা কাটিয়ে দেশের অন্যতম সেরা নিলাম কেন্দ্রে পরিণত হয়েছে শিলিগুড়ি চা নিলাম কেন্দ্র। চলতি বছরে প্রায় ১৩৩ মিলিয়ন কেজি চা নিলাম হয়েছে এই কেন্দ্র থেকে।

নিলাম কমিটির চেয়ারম্যান অজয় গর্গ বলেন, ‘‘ক্রেতা-বিক্রেতার সুসম্পর্কের জন্যই এগিয়ে যাচ্ছে শিলিগুড়ির নিলাম কেন্দ্র। ছোট বড় সমস্যা হলে দ্রুত আমরা সেই সমস্যা মিটিয়ে ফেলছি।’’ শিলিগুড়ি ও জলপাইগুড়ি দুই নিলাম কেন্দ্রের পরিস্থিতি খতিয়ে দেখতে আজ, বৃহস্পতিবার শিলিগুড়ি চা নিলাম কেন্দ্রে বৈঠক করবেন টি বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অরুণ কুমার রায়। জলপাইগুড়ি নিলাম কেন্দ্রের হাল ফেরাতে সেখানে নতুন কোনও সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেই জানা গিয়েছে।

নিলাম কমিটির দেওয়া তথ্য অনুসারে শেষ পাঁচ বছরে শিলিগুড়িতে ক্রমেই বাড়ছে চায়ের নিলাম। কমিটির এক আধিকারিক জানিয়েছেন, ২০১৬ সালে শিলিগুড়ি থেকে নিলামে বিক্রি হয়েছে ১৩১ মিলিয়ন কেজি চা। ২০১৫-তে সেই পরিমাণ ছিল ১১৩ মিলিয়ন কেজি। ২০১৪-তে নিলামে উঠেছিল ১২৭ মিলিয়ন কেজি চা। ২০১৩ সালেও নিলাম হয়েছিল ১০০ মিলিয়ন কেজিরও বেশি। টি বোর্ড সূত্রে জানা গিয়েছে, ১৯৭৬ সালের ২৯ অক্টোবর শিলিগুড়ি চা নিলাম কেন্দ্র তৈরি হয়েছিল। নিলাম নিয়ে টি বোর্ডের নতুন নিয়মের জেরে কয়েক বছর আগে ওই কেন্দ্রে বেশ কিছুদিন নিলাম বন্ধ ছিল। ওই ঘটনা ছাড়া শিলিগুড়ি নিলাম কেন্দ্র নিয়ে এখনও পর্যন্ত বড় কোনও সমস্যা তৈরি হয়নি বলেই দাবি টি বোর্ডের আধিকারিকদের।

রাজ্য শ্রম দফতরের সমীক্ষা রিপোর্ট অনুসারে, শিলিগুড়ি মহকুমায় মোট ৪৫টি এবং পাহাড়ে আছে ৮১টি চা বাগান। এই বাগানগুলির একটা বড় অংশের চা শিলিগুড়ি কেন্দ্র থেকেই নিলাম হয়। তরাই এলাকায় থাকা প্রায় ৫৮টি বটলিফ কারখানার বেশিরভাগ চা শিলিগুড়ি থেকেই নিলাম হয় বলেই জানিয়েছেন কারখানার মালিক সংগঠনের কর্তারা।

টি বোর্ড সূত্রের খবর, জলপাইগুড়ি ও সংলগ্ন এলাকার বাগানগুলোর একটা অংশ চা পাঠায় নিউ জলপাইগুড়ি (এনজেপি) এলাকায় অবস্থিত চা রাখার গুদামগুলোয়। কাগজ-কলমে এনজেপি জলপাইগুড়ি জেলার অংশ হলেও শিলিগুড়ি শহর লাগোয়া হওয়ায় ওই গুদামগুলি থেকে শিলিগুড়ি নিলাম কেন্দ্রের সঙ্গে যোগাযোগ তৈরি সহজ। সেই কারণেই ডুয়ার্সের উৎপাদিত চায়ের একটা অংশও শিলিগুড়ি থেকে নিলাম হয়। শিলিগুড়ি চা নিলাম কমিটির সদস্য প্রবীর শীল বলেন, ‘‘গুয়াহাটি ও কলকাতার পরে বর্তমানে দেশের তৃতীয় বৃহত্তম নিলাম কেন্দ্র শিলিগুড়ি। প্রতি সপ্তাহেই নিলাম হচ্ছে। সেই পরিমাণ বৃদ্ধির কথাও ভাবা হচ্ছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Tea Siliguri Tea Auction Centre Tea Board
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE