Advertisement
২০ এপ্রিল ২০২৪

অপহরণ করে খুন কিশোরকে

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, এক কিশোরীর সঙ্গে সম্পর্ক ছিল ওই ছাত্রের। তা নিয়ে কয়েকজন যুবকের সঙ্গে বিরোধ ছিল তার। শনিবার বিকেলে টিউশনে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় সৌরভ। তারপর থেকে তার আর কোনও হদিশ ছিল না।

সৌরভ দে।

সৌরভ দে।

নিজস্ব সংবাদদাতা
কোচবিহার শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০১৮ ০১:৪৮
Share: Save:

নতুন বছরের প্রথম দিনে এক কিশোরের মৃত্যুতে শোকগ্রস্ত কোচবিহারের পুণ্ডিবাড়ি। পুণ্ডিবাড়ি থানার নিউ কোচবিহার সংলগ্ন এলাকার একটি কালভার্টের পাশের মাঠ থেকে সৌরভ দে (১৬) নামে ওই যুবকের দেহ পাওয়া যায়। সৌরভের বাড়ি শহরের শিবযজ্ঞ রোড এলাকায়। একাদশ শ্রেণির ছাত্র সৌরভকে অপহরণ করে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে সন্দেহ পুলিশের। সৌরভ পুলিশকর্মী চন্দন দে’র ভাইপো। চন্দনবাবু উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের নিরাপত্তারক্ষী। তাঁর কথায়, “বাচ্চা ছেলে। কে কেন এমন করল, কিছু বুঝতে পারছি না।’’

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, এক কিশোরীর সঙ্গে সম্পর্ক ছিল ওই ছাত্রের। তা নিয়ে কয়েকজন যুবকের সঙ্গে বিরোধ ছিল তার। শনিবার বিকেলে টিউশনে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় সৌরভ। তারপর থেকে তার আর কোনও হদিশ ছিল না। তার কাছে একটি মোবাইল ফোন থাকলেও তা সুইচড অফ ছিল। রবিবার সকালে পুণ্ডিবাড়ি থাকায় একটি নিখোঁজ ডায়েরি করেন সৌরভের বাবা নিতাইবাবু।

এ দিন সকালে নিউ কোচবিহার যাওয়ার পথে ওই এলাকায় দেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। পরিবারের লোকেরাও ঘটনাস্থলে গিয়ে দেহ শনাক্ত করেন। সৌরভের সঙ্গে তার মোবাইল ফোন এবং টিউশনের ব্যাগ ছিল না। পুলিশ সন্দেহ করছে, ছক কষে পরিচিত কেউ তাকে ডেকে নিয়ে যায়। পরে তাকে কোথাও আটকে রেখে মারধর করা হয়েছে। সেখানেই খুন করে রাতের অন্ধকারে দেহ ফেলে রাখা হয় নির্জন জায়গায়। মোবাইলের কল রেকর্ড ধরে তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তর রিপোর্টের জন্য অপেক্ষা করছে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE