Advertisement
২৩ এপ্রিল ২০২৪
Teesta Torsa Express

স্লিপ রুট উঠছে, নয়া ট্রেন

৭ অগস্ট রেলওয়ে বোর্ড একটি নির্দেশিকা জারি করে জানিয়েছিল তিস্তা-তোর্সা এক্সপ্রেস শুধু নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ চলবে।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

অনির্বাণ রায়
জলপাইগুড়ি শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২০ ০৪:২২
Share: Save:

রেলেরই একটি সূত্রের খবর, তিস্তা-তোর্সা এক্সপ্রেস যে স্লিপ রুটে অর্থাৎ হলদিবাড়ি, জলপাইগুড়ি টাউন স্টেশন হয়ে চলাচল করবে না এই সিদ্ধান্ত পাকা হয়ে গিয়েছে। কিন্তু বিষয়টি এখনও উত্তর-পূর্ব রেলকর্তারা সরাকরি ভাবে মানছেন না। কেন? সূত্রের অনুমান বিক্ষোভ হতে পারে ভেবেই এমন অবস্থান।

৭ অগস্ট রেলওয়ে বোর্ড একটি নির্দেশিকা জারি করে জানিয়েছিল তিস্তা-তোর্সা এক্সপ্রেস শুধু নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ চলবে। এতদিন ট্রেনের একটি অংশ হলদিবাড়ি থেকে জলপাইগুড়ি টাউন স্টেশন হয়ে রানিনগরে এসে মূল ট্রেনের সঙ্গে জোড়া লাগত। রেলের পরিভাষায় ট্রেনের এই অংশকে স্লিপ কোচ বলে এবং এই ভাঙা রুটকে বলা হয় স্লিপ রুট। রেল সূত্রের খবর ৭ অগস্টের নির্দেশিকার এখনও কোনও রদবদল হয়নি। তাই সিদ্ধান্তটি একেবারেই পাকা বলে মনে করছেন রেলকর্তাদের একটি অংশ। রেল সূত্রের খবর, স্লিপ কোচ এসে মূল ট্রেনে জোড়ার কাজ অত্যন্ত সময়সাপেক্ষ। তাতে অনেক দেরি হয়। ওই লাইন এমনিতেই ব্যস্ত থাকে বলে রেলের দাবি।

উত্তর পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক শুভানন চন্দ বলেন, “স্থির কোনও সিদ্ধান্ত হয়নি। পরিষেবার কথা ভেবেই রেল সিদ্ধান্ত নেয়।” তবে তিস্তা-তোর্সা তুলে নেওয়া হলেও হলদিবাড়ি থেকে কলকাতাগামী একটি নতুন ট্রেন দেওয়া হবে বলে রেল সূত্রের খবর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Teesta Torsa Express Jalpaiguri North Bengal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE