Advertisement
১৭ এপ্রিল ২০২৪

দাড়িভিট হাইস্কুলে আজ টেস্ট, দুশ্চিন্তায় পরীক্ষার্থীরা

স্কুল খুলতেই পরীক্ষা শুরু দাড়িভিটে। আজ, বৃহস্পতিবার থেকে দাড়িভিট হাইস্কুলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের টেস্ট শুরু। তবে একটু দুশ্চিন্তা নিয়েই পরীক্ষায় বসছে ছাত্রছাত্রীরা। গোলমাল ও আন্দোলনের জেরে পুজোর ছুটির আগে স্কুল বন্ধ ছিল অনেকদিন। পাঠ্যসূচির অনেকটাই শেষ করা যায়নি। তাই পরীক্ষা কেমন হবে তা নিয়ে দুশ্চিন্তায় পড়ুয়ারা। 

আরম্ভ: দাড়িভিটে শুরু হল মাধ্যমিকের প্রস্তুতি। দাড়িভিট। নিজস্ব চিত্র

আরম্ভ: দাড়িভিটে শুরু হল মাধ্যমিকের প্রস্তুতি। দাড়িভিট। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
ইসলামপুর শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০১৮ ০৪:৪৭
Share: Save:

স্কুল খুলতেই পরীক্ষা শুরু দাড়িভিটে। আজ, বৃহস্পতিবার থেকে দাড়িভিট হাইস্কুলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের টেস্ট শুরু। তবে একটু দুশ্চিন্তা নিয়েই পরীক্ষায় বসছে ছাত্রছাত্রীরা। গোলমাল ও আন্দোলনের জেরে পুজোর ছুটির আগে স্কুল বন্ধ ছিল অনেকদিন। পাঠ্যসূচির অনেকটাই শেষ করা যায়নি। তাই পরীক্ষা কেমন হবে তা নিয়ে দুশ্চিন্তায় পড়ুয়ারা।

অন্যদিকে, দুর্ভাবনায় রয়েছেন শিক্ষক-শিক্ষিকারাও। কারণ, স্কুল চালু হলেও গত মাসের বেতন তাঁরা কেউই পাননি। চলতি মাসেই যাতে বকেয়া বেতন হাতে মেলে সেজন্য তাঁরা আবেদন জানিয়েছেন শিক্ষা দফতরের কাছে। শিক্ষা দফতর সূত্রে জানানো হয়েছে, বিষয়টি শিক্ষা ভবনকে জানিয়ে দেওয়া হয়েছে। সেখান থেকে পদক্ষেপ করা হবে বলে জেলা শিক্ষা দফতরের এক অফিসার জানান।

স্কুলের দশম শ্রেণির ছাত্রী কবিতা পালের বক্তব্য, ‘‘বাড়িতে পড়েছি। টিউশনও ছিল। কিন্তু বুঝতে পারছি না পরীক্ষা কেমন হবে?’’ আর এক ছাত্র জয়দীপ সরকারের কথায়, ‘‘আগের দিন স্কুলে এসেই চলে গিয়েছিলাম। তাই স্কুলে এসেই শুনলাম টেস্ট। পরীক্ষা কেমন দিতে পারব বুঝতে পারছি না।’’ তবে পরীক্ষার্থীদের দুশ্চিন্তার কোনও কারণ নেই বলে জানিয়েছেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনিল মণ্ডল।

আরও পড়ুন: স্কুলের সমস্যা মেটান, বলছেন ‘প্রধানমন্ত্রী’

এ দিন তিনি বলেন, ‘‘আমাদের ছেলেরা নিজেরা যথেষ্ট সতর্ক ও দায়িত্ববান। আর টেস্টের প্রশ্নপত্র স্কুলের শিক্ষকেরাই করেন। যদিও স্কুল বন্ধ থাকায় সিলেবাস শেষ করা যায়নি। কিন্তু চিন্তার তেমন কিছু নেই।’’ মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডও এ দিন দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। টেস্ট চলাকালীন নিচু ক্লাসগুলি আপাতত বন্ধ থাকবে বলেই জানিয়েছে স্কুল।

আরও পড়ুন: খাইখাই ধামাকায় খাসির মাংস জিতে পিকনিক

এই পরিস্থিতিতে, দাড়িভিট-কাণ্ডে নিহত দু’জনের পরিবারের লোকজন এ দিনই ইসলামপুরে জেলাশাসক অরবিন্দকুমার মিনার সঙ্গে দেখা করেন। বৈঠক থেকে বেরিয়ে অবশ্য নিহত তাপসের মা মঞ্জু বর্মণ ও রাজেশের মা ঝর্না সরকার বলেন, ‘‘জেলাশাসকের সঙ্গে আলোচনা হয়েছে। আমাদের যে দাবি রয়েছে সেই দাবি পেশ করা হয়েছে সেখানে। উনিও মনোযোগ দিয়ে শুনেছেন।’’ পরে জেলাশাসক জানান, ভালই আলোচনা হয়েছে। তিনি বলেন, ‘‘ওঁরা দাবি পেশ করেছেন। তা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।’’ সরকারি ভাবে কোনও প্রস্তাব দেওয়া হয়নি বলেই জানান জেলাশাসক। তিনি বলেন, ‘‘ওঁদের যা দাবি থাকবে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।’’

দাড়িভিট-কাণ্ডে ধৃতেরা মুক্তি না পেলে গেটে তালা ঝুলিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল নিহতদের পরিবার। মঙ্গলবার ধৃতেরা জামিনে মুক্তি পান। ফলে, এ দিন স্কুল খোলা নিয়ে কোনও সমস্যা হয়নি। ক্লাসও শুরু হয়েছে। কয়েকটি ক্লাসে আলোচনাও হয় শিশু দিবসের গুরুত্ব নিয়ে। জানা গিয়েছে, এ দিন স্কুলে প্রায় ৪০০ জন ছাত্রছাত্রী উপস্থিত ছিল। মিড-ডে মিল খেয়েছে ২৫০ জন। মিড-ডে মিলে ছিল মুসুর ডাল, আলু-ফুলকপি ও সয়াবিনের তরকারি। স্কুল ছন্দে ফেরায় স্বস্তির নিশ্বাস ফেলেছেন ইসলামপুরের বিধায়ক কানাইয়ালাল আগরওয়ালও। তিনি বলেন, ‘‘স্কুল খোলায় সকলেই স্বস্তিতে। পরীক্ষাও শুরু হচ্ছে। সব ছন্দে ফিরছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE