Advertisement
২৬ এপ্রিল ২০২৪

পর্যটনের উদ্যোগ কোচবিহারে

পর্যটক আকর্ষণ বাড়াতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। তার রূপরেখা তৈরি করতে চলতি মাসেই বিভিন্ন দফতরের মন্ত্রী ও প্রশাসনিক কর্তাদের নিয়ে কোচবিহারে বৈঠক করবে পর্যটন দফতর। প্রাথমিক ভাবে ঠিক হয়েছে, উত্তরবঙ্গ উন্নয়ন, বন, বন উন্নয়ন নিগম, মৎস্য দফতরের মন্ত্রী, কর্তাদের পাশাপাশি জেলা প্রশাসনের পদস্থ কর্তারা বৈঠকে থাকবেন।

আলাপে দুই মন্ত্রী। — নিজস্ব চিত্র

আলাপে দুই মন্ত্রী। — নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
কোচবিহার শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৬ ০২:১৪
Share: Save:

পর্যটক আকর্ষণ বাড়াতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। তার রূপরেখা তৈরি করতে চলতি মাসেই বিভিন্ন দফতরের মন্ত্রী ও প্রশাসনিক কর্তাদের নিয়ে কোচবিহারে বৈঠক করবে পর্যটন দফতর। প্রাথমিক ভাবে ঠিক হয়েছে, উত্তরবঙ্গ উন্নয়ন, বন, বন উন্নয়ন নিগম, মৎস্য দফতরের মন্ত্রী, কর্তাদের পাশাপাশি জেলা প্রশাসনের পদস্থ কর্তারা বৈঠকে থাকবেন। শনিবার পর্যটন মন্ত্রী গৌতম দেব মদনমোহন মন্দির ঘুরে দেখেন। পরে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের বাড়িতে গেলে সেখানেও পর্যটন বিকাশের ব্যাপারে দুই মন্ত্রীর কথা হয়।

গৌতমবাবু বলেন, “বেশ কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে। বৈরাগী দিঘি সৌন্দর্যায়নের কাজ হচ্ছে। রাজবাড়ি ঘিরেও প্রকল্প রয়েছে। ডিসেম্বর মাসে এ নিয়ে বৈঠক হবে।” রবীন্দ্রনাথবাবু বলেন, “কোচবিহারে রাজ আমলের নানা স্থাপত্য ছড়িয়ে রয়েছে। সব কিছু নিয়েই পর্যটন প্রসারের আলোচনা হয়েছে।”

প্রশাসনের এক কর্তা জানান, বাণেশ্বর, সিদ্ধেশ্বরী, গোসানিমারির মতো জেলার বিভিন্ন এলাকাতেও রাজ আমলে তৈরি নানা নিদর্শন ছড়িয়ে রয়েছে। সব মিলিয়ে পর্যটন সার্কিটের প্যাকেজ তৈরি করা হলে গোটা জেলার পর্যটন মানচিত্রের ভোল বদলে যাওয়ার প্রবল সম্ভবনা রয়েছে। প্রশাসন সূত্রেই জানা গিয়েছে, এ দিন সকালে গৌতমবাবু সস্ত্রীক মদনমোহন মন্দিরে যান। সেখানে পুজো দেওয়ার পাশাপাশি রাসচক্র ঘুরিয়েছেন। উত্তরবঙ্গ মন্ত্রীর বাড়ি ঘুরে বাণেশ্বর মন্দিরেও যান। বাণেশ্বরের বাসিন্দা তথা কোচবিহার জেলা পরিষদে কর্মাধ্যক্ষ পরিমল বর্মন বলেন, “মন্ত্রীর কাছে শিব মন্দির চত্বরকেও আকর্ষণীয় করার আর্জি জানানো হবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cooch Behar tourist spot
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE