Advertisement
২৫ এপ্রিল ২০২৪

মোহনকে নিয়ে শহরে মিছিল যুব তৃণমূলের

তৃণমূলের নতুন জেলা সভাপতি মোহন শর্মাকে নিয়ে শহরে এ দিন মিছিল করল যুব তৃণমূল নেতৃত্ব। তাতে ভিড় হয়েছিল মোটামুটি। তবে বৃহস্পতিবার শহরে আসার পরে থেকেই তাঁকে নিয়ে তাঁর অনুগামীদের উচ্ছ্বাস চলছে।

সঙ্গত: জেলার আদিবাসী গোষ্ঠীর বাসিন্দাদের মাদল ও ধামসা দিলেন আলিপুরদুয়ারের নতুন জেলা পরিষদ সভাপতি মোহন শর্মা। ছবি: নারায়ণ দে

সঙ্গত: জেলার আদিবাসী গোষ্ঠীর বাসিন্দাদের মাদল ও ধামসা দিলেন আলিপুরদুয়ারের নতুন জেলা পরিষদ সভাপতি মোহন শর্মা। ছবি: নারায়ণ দে

নিজস্ব সংবাদদাতা
আলিপুরদুয়ার শেষ আপডেট: ০৪ মার্চ ২০১৭ ০২:৩৯
Share: Save:

তৃণমূলের নতুন জেলা সভাপতি মোহন শর্মাকে নিয়ে শহরে এ দিন মিছিল করল যুব তৃণমূল নেতৃত্ব। তাতে ভিড় হয়েছিল মোটামুটি। তবে বৃহস্পতিবার শহরে আসার পরে থেকেই তাঁকে নিয়ে তাঁর অনুগামীদের উচ্ছ্বাস চলছে।

গত বুধবার কলকাতায় আলিপুরদুয়ার জেলার সভাপতির দায়িত্ব পান মোহনবাবু। সৌরভ চক্রবর্তীকে সরিয়ে মোহনবাবুকে দায়িত্ব দেওয়া মিশ্র প্রতিক্রিয়া হয় আলিপুরদুয়ার জেলা তৃণমূল নেতৃত্বের মধ্যে। সৌরভ অনুগামীরা সোস্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে প্রতিবাদের ঝড় তোলেন। সৌরভ বিরোধীরা বিষয়টিকে স্বাগত জানান। বৃহস্পতিবার কলকাতা থেকে কালচিনি ফেরেন নতুন সভাপতি। শুক্রবার আলিপুরদুয়ার শহরে জেলা পরিষদ অফিসের ঢোকার আগে মোহনবাবুকে নিয়ে শহরে মিছিল করেন তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি সমর ভট্টাচার্য।

তবে সৌরভবাবুর দিদি যেমন বৃহস্পতিবারই ফেসবুকে রাশ টানার চেষ্টা করেছেন, তেমন এ দিনে সৌরভবাবুর বাড়ি গিয়ে তাঁর মায়ের সঙ্গে দেখা করেন মোহনবাবু। সৌরভবাবু অবশ্য এখন কলকাতায়। পরে মোহনবাবু আলিপুরদুয়ার জেলা কার্যালয়ে গিয়ে কর্মী সমর্থকদের সঙ্গে দেখা করেন। কয়েকশো সমর্থক নিয়ে আলিপুরদুয়ার চৌপথী এলাকায় দাড়িয়ে ছিলেন সমরবাবু।

বেলা সাড়ে বারোটা নাগাদ মিছিল করে তাঁকে জেলাপরিষদ দফতরে পৌঁছে দেন যুব তৃণমূলের কর্মী ও সমর্থকরা। সমরবাবু বলেন, “ দলের মধ্যে কোনও বিভেদ নেই। মোহন শর্মা, সৌরভ চক্রবর্তী সবাই আমার দলের কর্মী। নেত্রীর সিদ্ধান্ত শেষ সিদ্ধান্ত।”

মোহন অনুগামীদের একাংশ দাবি করেন, শহরের বুকে মোহনবাবুকে নিয়ে সমরবাবুর তাৎপর্যৎপূর্ণ। তাঁদের বক্তব্য, যেখানে শহরে দলের একাংশ সভাপতি বদল করা মেনে নিতে পারেননি, সেখানে প্রকাশ্যে মোহনবাবুকে নিয়ে মিছিল করে দলকে ঐক্যবদ্ধ থাকার বার্তা দিলেন সমরবাবু।

এ দিন মোহনবাবু জানান, দলের সবাইকে নিয়ে বৈঠক করেই সিদ্ধান্ত নেবেন। সৌরভবাবুর সঙ্গে আলোচনা করবেন। তিনি বলেন, ‘‘তবে দলে ছেড়ে যাওয়া কেউ যদি দলে ফিরতে চেয়ে বার্তা দেন, আমি নিজে গিয়ে তাদের সঙ্গে কথা বলব। সামনে পঞ্চায়েত নির্বাচন সবাই এক সঙ্গে কাজ করব।’’ সৌরভ যেখানে বসতেন সেটাই জেলা কার্যালয়। মোহনবাবু বলেন, “চা বাগানের দায়িত্ব দিয়েছেন নেত্রী। সেখান একটাই সংগঠন থাকবে। সেটা নেত্রী স্পষ্ট করে দিয়েছেন।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

TMC District President
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE