Advertisement
২০ এপ্রিল ২০২৪

মন্ত্রীকেই ঘেরাও যুবদের

উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখানোর অভিযোগ উঠল দলেরই যুব কর্মীদের বিরুদ্ধে। সোমবার দুপুরে ঘটনাটি আবার ঘটে মন্ত্রীর নাটাবাড়ি বিধানসভা এলাকা তথা কোচবিহার কোতোয়ালি থানার দেওয়ানহাটেই।

বিক্ষোভ: রবীন্দ্রনাথবাবুকে ঘিরে বিক্ষোভ দলের। নিজস্ব চিত্র

বিক্ষোভ: রবীন্দ্রনাথবাবুকে ঘিরে বিক্ষোভ দলের। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
কোচবিহার শেষ আপডেট: ১৯ জুন ২০১৮ ০৩:০১
Share: Save:

উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখানোর অভিযোগ উঠল দলেরই যুব কর্মীদের বিরুদ্ধে। সোমবার দুপুরে ঘটনাটি আবার ঘটে মন্ত্রীর নাটাবাড়ি বিধানসভা এলাকা তথা কোচবিহার কোতোয়ালি থানার দেওয়ানহাটেই।

অভিযোগ, যাঁরা বিক্ষোভে সামিল হয়েছেন তাঁরা সাংসদ তথা কোচবিহার যুব তৃণমূলের সভাপতি পার্থপ্রতিম রায়ের ঘনিষ্ঠ। মন্ত্রী নিজে অভিযোগ তুলেছেন, ‘‘দেওয়ানহাটে অশান্তি তৈরির চেষ্টা করছেন সাংসদ।’’ পার্থপ্রতিমবাবু অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।

ওই ঘটনার পর এলাকা থমথমে রয়েছে। এলাকায় পুলিশ টহলদারি রয়েছে। রবীন্দ্রনাথবাবু বলেন, “কিছু সমাজবিরোধী নিজেদের দলের কর্মী হিসেবে পরিচয় দিচ্ছে। এরা সীমান্ত চোরাকারবারের সঙ্গে জড়িত। আমি ওঁদের কাউকে কখনও তৃণমূলে দেখিনি। এর পিছনে সাংসদের মদত রয়েছে।” সেই সঙ্গে মন্ত্রীর আরও অভিযোগ, বিজেপিরও উস্কানি রয়েছে। তিনি বিষয়টি নিয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

পার্থবাবু অবশ্য দাবি করেছেন, “আমি দেওয়ানহাটের কোনও কর্মসূচির কথা জানি না। ওখানে ঠিক কি হয়েছে তা-ও আমার বিস্তারিত জানা নেই। যদি মন্ত্রীর সামনে বিক্ষোভে সংগঠনের কেউ যুক্ত থাকেন তা হলে তাঁর বিরুদ্ধে রাজ্য নেতৃত্বের কাছে অভিযোগ জানান হবে।” যুব তৃণমূলের কোচবিহার জেলা সাধারণ সম্পাদক নিশীথ প্রামাণিক বলেন, “রবীন্দ্রনাথবাবু দলের জেলা সভাপতি। মন্ত্রী, সম্মানীয় ব্যক্তি। তাঁর সঙ্গে সংগঠনের কেউ খারাপ আচরণ করে থাকলে, সাংগঠনিক ভাবে ব্যবস্থা নেওয়া হবে।”

গ্রাম পঞ্চায়েত নির্বাচনের সময় থেকে যুব বনাম তৃণমূলের বিরোধে একাধিক এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। বিশেষ করে দিনহাটা ১ ব্লক। ওই ব্লকের ভেটাগুড়ি সংলগ্ন এলাকা দেওয়ানহাট।

দেওয়ানহাটের পাশেই আরেকটি গ্রাম পঞ্চায়েত জিরানপুরে সাংসদ তথা যুব তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি পার্থপ্রতিমবাবুর বাড়ি। এ বার পঞ্চায়েত নির্বাচনে জিরানপুরেও নির্দল প্রার্থীরা বেশি সংখ্যায় জয়ী হয়। সেখানেও ওই একই বিরোধ সামনে আসে। দেওয়ানহাটে তৃণমূল জয়ী হলেও ওই এলাকাতেও বিরোধ প্রকাশ্যে আসতে শুরু করে।

অভিযোগ উঠেছে, এ দিন দুপুরে দেওয়ানহাট কলেজের একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন মন্ত্রী। পার্টি অফিসে ভিড় দেখে তিনি গাড়ি থেকে নেমে সেখানে যান। কেন কার অনুমতি নিয়ে অনুষ্ঠান করা হচ্ছে, তা তিনি জানতে চান। তা নিয়ে তাঁর সঙ্গে সেখানে থাকা যুবকর্মীদের কথা কাটাকাটি শুরু হয়। এরপরেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো শুরু হয়। পরে পুলিশ সেখানে পৌঁছয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE