
সব খবর প্রতি সকালে আপনার ইনবক্সে
খুব শীঘ্রই শুরু হবে রেল পরিষেবা, সাংসদের ঘোষণায় খুশি বালুরঘাট

দীর্ঘ প্রায় আট মাস পর দক্ষিণ দিনাজপুর জেলায় রেল পরিষেবা চালু হবে। এমনটাই দাবি করেছেন সাংসদ সুকান্ত মজুমদার। তেভাগা এক্সপ্রেস চালু করতে চলেছে রেল মন্ত্রক।
করোনা লকডাউনের কারণে আট মাস আগে বন্ধ করে দেওয়া হয়েছিল রেল পরিষেবা। ফলে শিলিগুড়ি হোক বা কলকাতা, কোনও শহরের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল না জেলার। যোগাযোগের একমাত্র ভরসা ছিল যা প্রয়োজনের তুলনায় কম। অথচ শিলিগুড়ি ও কলকাতার সঙ্গে জেলার যোগাযোগ অত্যন্ত জরুরি। স্বাস্থ্য, শিক্ষা বা অন্যান্য প্রয়োজনে জেলার মানুষের কলকাতা এবং শিলিগুড়ি যাওয়ার প্রয়োজন।
সাধারণ সময়ে এই দুই শহরের সঙ্গে প্রায় নিত্য যোগাযোগ থাকে জেলার। লকডাউনের কারণে তা বন্ধ ছিল। নতুন করে ট্রেন পরিষেবা চালু হওয়ার খবরে খুশি জেলার মানুষ।
- Tags
- Train Services
- Balurghat
সব খবর প্রতি সকালে আপনার ইনবক্সে
আরও খবর