Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Woman

ভিন্‌দেশে পাচারের আগে উদ্ধার ২ যুবতী, কর্মসংস্থানের ব্যবস্থা করল পুলিশ

হাতে কোনও কাজ না থাকায় ডুয়ার্সের বেশির ভাগ চা-শ্রমিক পরিবারে আর্থিক অবস্থা খুব খারাপ। কাজের জন্য তাঁরা যে কোনও জায়গায় যেতে রাজি। ফলে অসাধু চক্রের হাতে পড়ে এমন ভাবে পাচারের সম্ভাবনা থেকে যাচ্ছে।

পাচারের আগে উদ্ধার ২ যুবতী। নিজস্ব চিত্র।

পাচারের আগে উদ্ধার ২ যুবতী। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২১ ২৩:৪৭
Share: Save:

কাজের প্রলোভন দেখিয়ে ভিন্‌দেশে পাচারের আগেই ২ যুবতীকে উদ্ধার করল মাদারিহাট থানার পুলিশ। উদ্ধারের পর তাঁদের কর্মসংস্থানের ব্যবস্থাও করা হয়েছে।

ওই ২ যুবতী আলিপুরদুয়ারের মুজনাই চা-বাগানের বাসিন্দা বলে জানা গিয়েছে। পরিবারের আর্থিক অনটনের সুযোগ নিয়ে ওই ২ যুবতীকে পাচারের চেষ্টা হচ্ছিল। খবর পেয়েই দ্রুত পদক্ষেপ করে পুলিশ।

হাতে কোনও কাজ না থাকায় ডুয়ার্সের বেশির ভাগ চা-শ্রমিক পরিবারে আর্থিক অবস্থা খুব খারাপ। কাজের জন্য তাঁরা যে কোনও জায়গায় যেতে রাজি। ফলে অসাধু চক্রের হাতে পড়ে এমন ভাবে পাচারের সম্ভাবনা থেকে যাচ্ছে।

উদ্ধার হওয়া ২ যুবতীকে মাদারিহাটের ‘জঙ্গল বুক’ নামে একটি টুরিস্ট লজে শনিবার কাজের ব্যবস্থা করে দেয় পুলিশ। সেখানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল বন্দ্যোপাধ্যায় এবং মাদারিহাট থানার ওসি টিএন লামা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Woman Trafficking Jalpaiguri
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE